নির্বাচনে হেরে গিয়েও ক্ষমতা ছাড়তে চান না জাপানের প্রধানমন্ত্রী

জাপানের ক্ষমতাসীন জোট দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। তবে প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেছেন, তার এখনই সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই।

রোববার তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ভোটাররা ভোট দিয়েছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও যুক্তরাষ্ট্রের শুল্ক হুমকির ইস্যুর কারণে এই নির্বাচন হয়েছে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি ও এর অংশীদার কোমেইতোর জন্য হতাশাজনক।

ভোটগ্রহণ শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী বলেন, তিনি ‘এই কঠিন ফল’ আন্তরিকভাবে গ্রহণ করেছেন, তবে এখন তার দৃষ্টি হলো বাণিজ্য আলোচনা।

এর আগে গত বছর দেশটির শক্তিশালী নিন্মকক্ষেও সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর এবার উচ্চকক্ষেও সংখ্যাগরিষ্ঠতা হারালো তার জোট। এটি জোট সরকারের প্রভাব কমাবে বলে মনে করা হচ্ছে।

দেশটির ২৪৮ সদস্যের উচ্চকক্ষের নিয়ন্ত্রণ ধরে রাখতে ক্ষমতাসীন জোটের ৫০টি আসন দরকার ছিল।

রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এনএইচকের রিপোর্ট অনুযায়ী, তারা ৪৭টি আসন পেয়েছে। আরও একটি আসনের ফল ঘোষণা বাকি আছে।

উচ্চকক্ষের অর্ধেকের মতো আসনে রোববার ভোটগ্রহণ হয়েছে। এর সদস্যরা ছয় বছর মেয়াদের জন্য নির্বাচিত হয়ে থাকেন।

কান্দা ইউনিভার্সিটি অব ইন্টারন্যাশনাল স্টাডিজের জাপানিজ স্টাডিজের শিক্ষক জেফরি হল বিবিসি নিউজকে বলেছেন, এলডিপির রক্ষণশীল সমর্থন ভিত্তিকে ভাগ করেছে কয়েকটি ডানপন্থী দল। প্রধানমন্ত্রী ইশিবাকে যথেষ্ট রক্ষণশীল বলে মনে করেন না সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের সমর্থকরা। তারা মনে করেন, তার শুধু জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গীই নেই তা নয়, বরং চীনের বিরুদ্ধেও তার শক্ত দৃষ্টিভঙ্গী নেই, যা শিনজো আবের ছিল।

এবারের নির্বাচনের ফলকে ভোটারদের হতাশার বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য আলোচনার বিষয়টি এতে ভূমিকা রেখেছে।

বহু মানুষ মূল্যস্ফীতি নিয়ে চরম অসন্তুষ্ট, বিশেষ করে চালের দাম নিয়ে। এর সাথে রয়েছে সাম্প্রতিক বছরগুলোতে এলডিপিকে ঘিরে হওয়া নানা কেলেঙ্কারি।

এলডিপির শেষ তিন প্রধানমন্ত্রীকে উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে পদত্যাগ করতে হয়েছিল দুই মাসের মধ্যে এবং বিশ্লেষকরা মনে করেন এবারেও একই বিষয় হতে পারে।

সূত্র : বিবিসি বাংলা।  

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা Jul 21, 2025
img
বিমান বিধ্বস্ত: ৩ জন নিহত, ৬০ জন বার্ন ইনস্টিটিউটে ভর্তি Jul 21, 2025
img
চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা পরিদর্শন করেছেন নাহিদ ও সারজিসরা Jul 21, 2025
img
আহতদের মেট্রোরেলে বহনে বগি রিজার্ভ Jul 21, 2025
img
বাহামায় নৌকায় লাল পোশাকে রোদ পোহাচ্ছেন প্রিয়াঙ্কা, এখন পর্যন্ত সেরা জন্মদিনের ভ্রমণ Jul 21, 2025
img
বাংলাদেশের বিমান দুর্ঘটনার খবর বিশ্ব গণমাধ্যমে Jul 21, 2025
img
বিমান বিধ্বস্তের ঘটনায় শাকিব খানের শোক প্রকাশ Jul 21, 2025
img
উত্তরায় প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত পাইলট Jul 21, 2025
img
আহতদের আনা হচ্ছে উত্তরা আধুনিক হাসপাতালে, ভিড় করছেন স্বজনরা Jul 21, 2025
img
বিমান বিধ্বস্তের ঘটনায় আল্লাহর রহমত কামনা করলেন শায়খ আহমাদুল্লাহ ও আজহারী Jul 21, 2025
img
উত্তরায় প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ তারকাদের Jul 21, 2025
img
মাইলস্টোনের ঘটনায় তামিমের শোক প্রকাশ Jul 21, 2025
img
প্রথম ছবিতেই বাজিমাত: ৩ দিনে কত আয় করল মোহিত সুরির ‘সাইয়ারা’ Jul 21, 2025
img
মাইলস্টোনের প্রাইমারি শাখায় বিধ্বস্ত হয়েছে বিমান Jul 21, 2025
img
ত্রিপুরায় ভারী বৃষ্টিপাত, মুহুরী নদীর পানি বেড়ে ফের প্লাবিত ফেনী Jul 21, 2025
img
উত্তরায় বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করলেন নাহিদ ইসলাম Jul 21, 2025
যে সময় দোয়া কবুল হয় | ইসলামিক জ্ঞান Jul 21, 2025
বিএনপির হাতে কি একজন লোকও আহত হয়েছে?" - প্রশ্ন বিএনপির খোকনের Jul 21, 2025
img
বিমান দুর্ঘটনায় আহত ও ক্ষতিগ্রস্তদের পাশে নেতা-কর্মীদের দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারেক রহমান Jul 21, 2025
পিআর পদ্ধতি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন এনসিপির আখতার! Jul 21, 2025