উত্তরার দিয়াবাড়ীতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ও আহত শিশুদের ছবি বা ভিডিও আপলোড না করার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
আজ তিনি ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে এই আহ্বান জানান।
তিনি লিখেছেন, ‘ন্যাশনাল বার্ন ইউনিটের অবস্থা ভালো নয়। চিকিৎসকরা প্রাণান্ত চেষ্টা করছেন।
তবু হয়তো আমাদের আরো কিছু হৃদয়বিদারক খবর শুনতে হতে পারে। আল্লাহ ভরসা। আপনারা হাসপাতালে অযথা ভিড় করবেন না। এতে দগ্ধ শিশুদের ঝুঁকি আরো বেড়ে যাবে।
আসিফ নজরুল আরো লেখেন, ‘নিহত ও আহত শিশুদের ছবি বা ভিডিও আপলোড করা থেকে বিরত থাকুন। শোকসন্তপ্ত পরিবার, বন্ধু ও শিক্ষকদের জন্য এটা অত্যন্ত কষ্টকর। যারা রক্ত দিতে চান, তারা আগামীকাল ন্যাশনাল বার্ন ইউনিট, ঢাকা মেডিক্যাল কলেজ ও সিএমএইচে যোগাযোগ করুন।’
সর্বশেষে তিনি লেখেন, ‘সবাই দোয়া করবেন।
আল্লাহর দয়া ছাড়া আর কিছুই বেশি মূল্যবান নয়।’
এসএন