সংখ্যালঘুদের বাদ দিয়ে সফল রাষ্ট্র বানানো সম্ভব নয় : হাসনাত কাইয়ূম

রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম বলেছেন, অভ্যুত্থানের বাংলাদেশ আজ কঠিন সংকটের মুখোমুখি। সরকার ও প্রধান রাজনৈতিক শক্তিগুলোর ব্যর্থতায় এবং দেশি-বিদেশি ষড়যন্ত্রে দেশ আজ বিভেদ-বিচ্যুতির এক চরম বিপদের মুখোমুখি। তবে সব সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। আমাদের মনে রাখতে হবে, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের বাদ দিয়ে সফল রাষ্ট্র গঠন সম্ভব হবে না।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে ‘সংবিধান সংস্কার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার প্রসঙ্গ’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি। ‘রাষ্ট্র সংস্কার আন্দোলন’ ও ‘বাংলাদেশ মাইনরিটি অ্যালায়েন্স’ এর যৌথ উদ্যোগে এই আলোচনা সভা হয়।

হাসনাত কাইয়ূম বলেন, বিভেদ ও বিচ্যুতির পথ ছেড়ে দায়িত্বশীল রাজনীতির মাধ্যমে রাষ্ট্র কাঠামোর জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে এই সংকটের সমাধান সম্ভব। জাতি-ধর্ম-বর্ণ, পাহাড়ি, দলিত, হরিজনসহ সকল জাতিগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি ও রাষ্ট্রকর্মে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারলে রাষ্ট্রের মনস্তাত্ত্বিক, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অনেকগুলো সংকট কেটে যাবে। এর দায়িত্ব এই বঞ্চিত সম্প্রদায়গুলোকেই নিতে হবে। তাদেরই রাষ্ট্র গঠনে তাদের অংশগ্রহণের উদ্যোগ নিতে হবে। রাষ্ট্র ও রাজনৈতিক দলগুলোকে সে উদ্যোগে সহায়ক হতে হবে। সংখ্যালঘুদের বাদ দিয়ে সফল রাষ্ট্র গঠন সম্ভব হবে না। এ সময় তিনি সংখ্যালঘুদের জন্য একটি আলাদা কমিশন গঠনেরও দাবি জানান।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, রাষ্ট্র আমাদের জনগণকে ভোটার বানিয়েছে, নাগরিক হতে দেয়নি। নাগরিক হয়ে উঠতে, নাগরিক অধিকার চাইলে আমাদের জাত-পাত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের রাষ্ট্র বানাতে হবে।

লেখক ও গবেষক আলতাফ পারভেজ বলেন, সংখ্যালঘুদের নিয়ে যারাই অবহেলা-অবজ্ঞা করেছে, সবাইকে অনেক অনেক মূল্য দিতে হয়েছে। সংখ্যালঘুদের জাতীয় রাজনীতিতে সরাসরি অংশগ্রহণের মাধ্যমে নিজেদের হিস্যা আদায়ের উদ্যোগ নিতে হবে বলে জানান তিনি।

বাংলাদেশ মাইনরিটি অ্যালায়েন্সের সভাপতি প্রদীপ চন্দ্র বলেন, একটা রাষ্ট্রের সংবিধানে সংখ্যালঘু, সংখ্যাগুরু বা আদিবাসী- সবার সমান সুযোগ পাওয়ার কথা উল্লেখ আছে। কিন্তু এই দেশে আজ পর্যন্ত সংখ্যালঘুদের উপর যত নির্যাতন এবং হত্যা হয়েছে, তার বিচার এখন পর্যন্ত হয়নি। এমনকি রাষ্ট্র সংস্কারে সংখ্যালঘুদের কোনো প্রতিনিধিও রাখা হয়নি।

তিনি আরও বলেন, এই দেশ গঠনে মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে চব্বিশের গণঅভ্যুত্থানে সংখ্যালঘুদের অনেক অবদান রয়েছে। কিন্তু তারপরও প্রতিনিয়ত নানা অত্যাচারের কারণে তাদের ভারতে চলে যেতে হয়। রাষ্ট্রের কাছে আমরা সংখ্যালঘুদের সাংবিধানিক স্বীকৃতি চাই। রাষ্ট্রের সর্বক্ষেত্রে সংখ্যালঘুদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ মাইনরিটি অ্যালায়েন্সের সংগঠক অ্যাডভোকেট উৎপল বিশ্বাস বলেন, রাষ্ট্র সংস্কার কমিশনে সব ধর্ম-বর্ণের লোক নির্দিষ্ট সংখ্যানুপাতিক হারে রাখা হয়নি। সংবিধানে সংখ্যালঘুদের অধিকার ও সুরক্ষার ব্যাপারে আইন যুক্ত করা খুবই প্রয়োজন। রাষ্ট্র সংস্কারের মাধ্যমে আমাদের নিশ্চিত করতে হবে যে, আমরা সবাই যেন বাঙালি হিসেবে বসবাস করতে পারি এবং সমান সুযোগ-সুবিধা ভোগ করতে পারি। অনেকেই বলেন, আমরা (হিন্দু সম্প্রদায়) নাকি এক পা ভারতে এবং আরেক পা বাংলাদেশে রাখি- এই কথাটি সত্য নয়। সবার মতো আমরাও এই দেশকে ভালোবাসি এবং রাষ্ট্র গঠনে কাজ করে যেতে চাই।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন লেখক ও শিক্ষক হেলাল মহিউদ্দিন, বিবেকানন্দ গবেষণা কেন্দ্রের সাধারণ সম্পাদক নরেন্দ্র নাথ মজুমদার, লিংকন দত্ত, নরেন্দ্রনাথ হীরা, সেলিম খান, কবি শহীদুল্লাহ ফরায়জী, শ্রী শ্রী হরিচাদ মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নিপীন্দ্রনাথ হিরা, অ্যাডভোকেট প্রহল্লাত দেবনাথ, রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের আহ্বায়ক লামিয়া ইসলাম প্রমুখ।


 পিএ/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
বাংলাদেশে ফ্যাসিস্ট হাসিনার মত স্বৈরাচার কায়েম হতে দিব না: নাসীরুদ্দীন পাটওয়ারী Jul 23, 2025
img
মুস্তাফিজের উড়াল,জায়গা নিলেন সেরা দশে Jul 23, 2025
img
এই মৌসুমে ইপিএলের শিরোপা দৌড়ে থাকবে আর্সেনাল : আর্তেতা Jul 23, 2025
img
মাইলস্টোনের ঘটনায় শোকাহত দিলারা জামান Jul 23, 2025
img
আমাদের সবার শত্রু আওয়ামী লীগ-ভারত: ইলিয়াস Jul 23, 2025
img
মানিকগঞ্জের জেলা কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু Jul 23, 2025
img
সন্ত্রাস দমনে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-পাকিস্তান: স্বরাষ্ট্র উপদেষ্টা Jul 23, 2025
img
অর্থনীতিতে গণতন্ত্র আনতে হবে : আমীর খসরু Jul 23, 2025
img
আবুল বারকাতের দুই দিনের রিমান্ড Jul 23, 2025
img
মাইলস্টোনের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানালেন জেমস Jul 23, 2025
img
স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা: হাসনাত আবদুল্লাহ Jul 23, 2025
img
১২৩ বছরে সবচেয়ে দীর্ঘ সূর্যগ্রহণ, পৃথিবীর আকাশে দেখা দেবে অন্ধকার Jul 23, 2025
img
আমি আমার সিনেমা দেখি না: কাজল Jul 23, 2025
img
জাতীয় স্বার্থে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে:জামায়াত আমির Jul 23, 2025
img
গ্যালাক্সি ফ্ল্যাটে নিরাপত্তা জোরদার, নেপথ্যের কারণ জানালেন সালমান! Jul 23, 2025
img
ছয় দিনেই ১৩৭ কোটি আয়, বাজিমাত করল সাইয়ারা Jul 23, 2025
img
জামালপুরে মহিলা আ.লীগ নেত্রী কাকলি গ্রেপ্তার Jul 23, 2025
img
শিক্ষিকার পোস্ট শেয়ার, সমালোচনার মুখে মুছে ফেললেন তিশা Jul 23, 2025
img
কখনো স্টুডেন্ট হয়ে, কখনো বা আনসার হয়ে ফিরে আসবো:কাফি Jul 23, 2025
img
তিনি শুধু একজন শিক্ষক নন, তিনি এই দেশের সত্যিকারের বীর : পড়শী Jul 23, 2025