একটি দলের সাধারণ সম্পাদক পেয়েও নোয়াখালীবাসীর কোনো উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।
গতকাল নোয়াখালী জেলা শহরের মডেল মসজিদ প্রাঙ্গণে রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল শেষে তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, গত সরকারে আমরা আশা করেছিলাম নোয়াখালীবাসীর কিছু উন্নয়ন হবে। কিন্তু যে রোড দিয়ে এসেছি, সেখানে উন্নয়নের কোনো চিহ্ন দেখিনি। নোয়াখালীতে আমরা যে বাস্তবতা দেখেছি, সেখানে একটি দলের সাধারণ সম্পাদক থাকার পরও নোয়াখালীবাসীর কোনো উন্নয়ন হয়নি। ভবিষ্যতে যদি এনসিপি সরকার গঠন করতে পারে, তাহলে উন্নয়নের ইটের গাঁথুনি নোয়াখালী থেকেই শুরু করব।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা কিছু দাবি নিয়ে সচিবালয়ে গিয়েছিল, তাদের কিছু দাবি যৌক্তিক ছিল। কিন্তু এখনো পর্যন্ত লাশের প্রকৃত সংখ্যা জানানো হয়নি। সরকার ছিল নিরব। যখন পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে আমরা দেখিনি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাউকেও তখন দেখিনি। জাতি ছিল অন্ধকারে। আজ তারা কথা বলেছে— এটাও আশার দিক।
শিক্ষার্থীদের প্রতি সহানুভূতির কথা জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঁড়ানো যাবে না। তারা পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছিল— আমরা তাদের সাথে একমত হয়েছি। শিক্ষার্থীদের দাবিগুলো তদন্ত সাপেক্ষে মানতে আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি। সারা দেশে এনসিপি একযোগে সব ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও প্রার্থনায় অংশ নিয়েছে।
পূর্বের দুর্ঘটনাগুলো থেকে শিক্ষা না নেওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, আমরা রানা প্লাজার মতো বহু ঘটনা দেখেছি, কিন্তু কোনো শিক্ষা নেইনি। তাই দেশের আমূল সংস্কার প্রয়োজন।
আমাদের সেনাবাহিনীর সরঞ্জামসহ ইকুইপমেন্টগুলো আধুনিক প্রযুক্তির সঙ্গে মানানসই করতে হবে। স্কুলগুলোর আশেপাশে যে ফ্লাইং জোন রয়েছে, সেগুলো ঝুঁকিমুক্ত করতে হবে। বিশেষ করে উত্তরা এখন ঝুঁকিপূর্ণ এলাকায় পরিণত হয়েছে। রাজউকের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। কোনো দখলদার বা গডফাদারের কাছে মাথানত করা চলবে না।
তিনি আরও বলেন, সঠিকভাবে আরবান প্ল্যান বাস্তবায়ন করতে পারলে, বিশেষ করে কক্সবাজারসহ বিমানবন্দরঘেঁষা এলাকাগুলো পরিকল্পিত হলে, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। দেশ পুনর্গঠনে আমরা ধ্বংসাত্মক নয়, গঠনমূলক পদক্ষেপ নিতে চাই। আপনারা শিক্ষার্থীদের পাশে থাকুন এবং তাদের যৌক্তিক দাবি মেনে নিন।
এর আগে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় নোয়াখালী মডেল মসজিদে এনসিপির উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মডেল মসজিদের ইমাম মাওলানা আকরাম হোসেন।
এমকে/এসএন