রথযাত্রার দিনেই প্রকাশ্যে এল এই বছরের পুজোর অন্যতম প্রতীক্ষিত ছবি ‘রক্তবীজ ২’-এর অ্যানাউন্সমেন্ট টিজার। পরিচালকদ্বয় শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় উপহার দিলেন একের পর এক চমক। তবে এই চমকের তালিকায় সবচেয়ে বড় চমক হয়ে এলেন সীমা বিশ্বাস।
একঝলকে দেখা গেল পর্দায় পরিচিত এক ছায়া। ঢাকাই জামদানির শাড়ি, মাথায় ওড়না, মুখে দৃঢ় অভিব্যক্তি—অনেক দর্শকেরই মনে প্রশ্ন জেগেছে, তবে কি এই ছবিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ভূমিকায় অভিনয় করছেন ‘ব্যান্ডিট কুইন’ খ্যাত সীমা বিশ্বাস? যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত নির্মাতাদের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, কিন্তু টিজারের এক ঝলক দেখেই জল্পনা তুঙ্গে।
টিজারে শুরুতেই দেখা যাচ্ছে, মুনির আলমকে খুঁজতে চিরুনি তল্লাশি চালাচ্ছে প্রশাসন। দৃঢ় কণ্ঠে চ্যালেঞ্জ, “মুনিরকে মারতে পারবি না। তোরা এক মুনিরকে মারছিস, আরও হাজার মুনির আসবে।” এর মধ্যেই অ্যাকশনে ভরপুর পুলিশ অফিসার পঙ্কজ সিংহ চরিত্রে আবির চট্টোপাধ্যায়ের তীক্ষ্ণ উপস্থিতি। তাঁর সঙ্গে ময়দানে নেমেছেন এসপি সংযুক্তা, চরিত্রে মিমি চক্রবর্তী। থাইল্যান্ডের সমুদ্রতটে তাঁর এক ঝলক ইতিমধ্যেই নজর কাড়ছে দর্শকদের।
এছাড়াও ছবিতে রয়েছেন নুসরত জাহান, কৌশানী মুখোপাধ্যায় ও অঙ্কুশ হাজরা। ‘রক্তবীজ’-এর প্রথম পর্বের সাফল্যের পর দর্শকপ্রত্যাশা এমনিতেই ছিল তুঙ্গে। সেই প্রত্যাশাকে একধাপ এগিয়ে নিয়ে গিয়ে টিজারে ফিরেছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়ও, যিনি প্রথম ছবিতে ‘পুলু’ চরিত্রে অভিনয় করে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রতিচ্ছবি হয়ে উঠেছিলেন।
তবে সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে সীমা বিশ্বাসের উপস্থিতি। ‘লজ্জা’ ছবির পর দীর্ঘ ৩২ বছর পর শিবপ্রসাদের সঙ্গে ফের একসঙ্গে কাজ করছেন তিনি। বহুদিন ধরেই কানাঘুষো চলছিল তাঁর নতুন কাজ নিয়ে, মার্চে কলকাতায় এসে শিবপ্রসাদের ছবির শুটিংয়ে নামার পর থেকেই অনুরাগীরা অপেক্ষা করছিলেন—কী চরিত্রে ফিরছেন ‘ব্যান্ডিট কুইন’?
টিজারে যে দৃশ্য ফুটে উঠেছে, তা দেখে অনেকেই বলছেন, এবার হয়তো বাস্তব রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তৈরি হতে চলেছে ‘রক্তবীজ ২’। যদিও ছবির মুক্তির নির্দিষ্ট দিন এখনও ঘোষণা হয়নি, তবে জানা গেছে এই পুজোতেই মুক্তি পাবে ছবিটি।
এসএন