টলিপাড়ায় ফিসফাস চলছে বহু দিন ধরেই। মধুমিতা সরকার ও দেবমাল্য চক্রবর্তীর সম্পর্ক নতুন নয়, তবে এ বছর ডিসেম্বরেই তাদের চার হাত এক হতে পারে—এই খবর যেন এখন গরম চায়ের কাপের সঙ্গে চলে মুখে মুখে।
এতদিনে সকলের চেনা এই জুটির প্রেম এবার হয়তো গাঁটছড়ার বাঁধনে বাঁধা পড়বে। বুধবার ছিল দেবমাল্যের জন্মদিন। শোনা যাচ্ছে, এটাই নাকি তাঁর অবিবাহিত জীবনের শেষ জন্মদিন। তাই উদ্যাপনও একটু বেশিই জাঁকজমকপূর্ণ ছিল।
রীতি মেনে সমাজমাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন মধুমিতা। ছবির সঙ্গে ক্যাপশনে লিখেছেন, “ওর ছোঁয়ায় আমার জীবন সম্পূর্ণ। নিজেকে পরিপূর্ণ মনে হয় আজকাল।” এই খোলা স্বীকারোক্তিতেই যেন প্রকাশ পাচ্ছে মধুমিতার হৃদয়ের গভীর টান।
জন্মদিনের সকালে যখন মধুমিতার সঙ্গে যোগাযোগ করা হয়, তখনও ঘুমের ছোঁয়া কণ্ঠে। ফোনে জানালেন, “গত রাতে কেক কাটলাম সকলে মিলে। দেবমাল্য মিষ্টি খেতে ভালবাসে। ও তাই তারিয়ে তারিয়ে খেয়েছে।”
দুপুরের রান্নার দায়িত্ব নিয়েছিলেন হবু শাশুড়ি মা। দেবমাল্যর প্রিয় বিরিয়ানি আর পায়েস তৈরি হয়েছে নিজ হাতে। মধুমিতা হেসে বললেন, “আমি আজ দেবমাল্যর সঙ্গে বিরিয়ানি খাব।”
তবে শুধু খাওয়াদাওয়া নয়, ছিল ঘোরাঘুরি আর হুল্লোড়ও। বিকেল থেকে শহরের এদিক-ওদিক ঘোরা, তারপর রাতের বিশেষ আয়োজন। সেই আয়োজনেও ছিল প্রেমের ছোঁয়া। ‘বার্থ ডে বয়’-এর ইচ্ছাতেই সাজগোজ, খাওয়া-দাওয়া সব। মধুমিতা বললেন, “আজ কর্তার ইচ্ছায় কর্ম। ও যেমন সাজবে আমিও আজ তেমনই সাজব।”
সব মিলিয়ে এই জন্মদিন যেন ছিল এক প্রেমের উৎসব। আর সেই উৎসবের মধ্যেই ভেসে উঠছে ডিসেম্বরের সম্ভাব্য শুভক্ষণ। টলিপাড়ার অপেক্ষা এখন শুধু একটি আনুষ্ঠানিক ঘোষণার।