ভারতে সাম্প্রতিক এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় নিহত এক নারীর মৃতদেহ যুক্তরাজ্যে ফেরত পাঠানোর পর তার কফিনে ‘অন্য কারো দেহাবশেষ’ পাওয়া গেছে বলে দাবি করেছেন তার ছেলে। বিবিসি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
শোভনা প্যাটেল নামের ওই নারীর ছেলে মিতেন প্যাটেল জানিয়েছেন, কফিনে থাকা দেহাবশেষ পরীক্ষা করে সেখানে একাধিক মানুষের দেহাংশ পেয়েছেন চিকিৎসকরা। তারপর থেকে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন, ‘ওখানে আর কতজনের দেহাবশেষ থাকতে পারে?’
মিতেনের বাবা অশোক প্যাটেলও ওই দূর্ঘটনায় নিহত হয়েছেন।
১২ জুন অশোক ও শোভনা প্যাটেল তাদের ছেলে ও নাতি-নাতনিদের সঙ্গে দেখা করতে বাড়ি যাচ্ছিলেন। আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় ২৬০ জন নিহতের মধ্যে তাদের দেহই প্রথম দিকে হস্তান্তর করা হয়।
মিতেন প্যাটেল বলেন, ‘এমন পরিস্থিতিতে ভুল হতে পারে, তবে এ ভুল অত্যন্ত বেদনাদায়ক। সঠিক মরদেহগুলোই যেন যুক্তরাজ্যে পাঠানো হয়, তা নিশ্চিত করতে তাদের আরো দায়িত্বশীল থাকা উচিত ছিল।
আমি কিভাবে নিশ্চিত হবো যে আমার মায়ের কফিনে অন্য কারো দেহাবশেষ নেই?’
ডেইলি মেইলের বরাত দিয়ে বিবিসি বলেছে, দুর্ঘটনার পর অন্তত দুটি ঘটনায় ভুল মরদেহ বা একাধিক ব্যক্তির দেহাবশেষ এক কফিনে পাঠানো হয়েছে। একটি ঘটনায় পুরোপুরি ভুল মরদেহ পাঠানো হয়, অন্যটিতে একই কফিনে একাধিক মানুষের দেহাংশ ছিল বলে দাবি করা হয়।
এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা এসব অভিযোগ সম্পর্কে অবগত ও যুক্তরাজ্যের সঙ্গে এ বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘দুর্ঘটনার পরপরই নিয়ম অনুযায়ী মরদেহগুলো শনাক্ত করা হয়েছে।
সব দেহাবশেষ যথাযথ সম্মান ও পেশাদারিত্বের সঙ্গে হস্তান্তর করা হয়েছে। আমরা এখনো যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে মিলেমিশে কাজ করছি, যেন এসব উদ্বেগের যথাযথ সমাধান হয়।’
এফপি/টিএ