আগামীকাল এশিয়া কাপের ভাগ্য নির্ধারণ, রাতেই আসছে আফগানিস্তান

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভায় বিসিসিআই প্রতিনিধির অংশগ্রহণ ছিল আগে থেকেই নিশ্চিত। ভেন্যু নিয়ে আপত্তি থাকলেও আলোচনার পর সভায় অংশ নিতে রাজি হয়েছে আফগানিস্তানও। আগামী ২৪ ও ২৫ জুলাই ঢাকায় অনুষ্ঠেয় এই সভায় অংশ নিতে রোববার রাতেই বাংলাদেশে পা রাখছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রতিনিধি দল।

বাংলাদেশ ও ভারতের মধ্যকার সাম্প্রতিক সময়ের রাজনৈতিক টানাপোড়নের কারণে কদিন আগেই স্থগিত হয়েছে দুই দেশের সাদা বলের ক্রিকেটের সিরিজ। একই কারণে ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া এসিসি সভায় যোগ দিতে চান না বিসিসিআইয়ের কর্মকর্তারা। ভারতীয় সংবাদমাধ্যমগুলো গত কয়েকদিন ধরেই এমন খবর প্রকাশ করে আসছে। একমাত্র ভেন্যু পরিবর্তন হলেই এসিসি সভায় যোগ দিতে রাজি ছিল বিসিসিআই।

যদিও ঢাকায় এজিএম করতে বদ্ধপরিকর ছিলেন এসিসি ও পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি। ভারতকে অনুরোধ করার পরও ঢাকায় আনার ব্যাপারে রাজি করাতে পারেননি তিনি। তবে শেষ পর্যন্ত অনলাইনে সভায় যোগ দিতে রাজি হয়েছেন তারা। এদিকে ভারতের মতো বাংলাদেশে আসবে নিজেদের অপারগতার কথা জানায় শ্রীলঙ্কা ও আফগানিস্তান। তবে সভার আগের বিষয়টি সুরাহা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এ প্রসঙ্গে আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘কালকের এজিএমমে এসিসির সবাই যোগ দিচ্ছে। যারা আসতে পারছে না তারা অনলাইনে যোগ দেবে। বেশিরভাগই এখানে ইতোমধ্যে চলে এসেছে। তিনটা পূর্ণ সদস্যের দেশের মধ্যে আফগানিস্তান আজকে রাতে আসবে এবং পাকিস্তান ও বাংলাদেশ ইতোমধ্যে এখানে আছে। ভারত বলেছে অনলাইনে জয়েন করবে, শ্রীলঙ্কাও জয়েন করবে। সুতরাং সবাই সভাতে যোগ দিচ্ছে।’

সূচি অনুযায়ী, আগামী সেপ্টেম্বরে মাঠে গড়াতে পারে এশিয়া কাপের আগামী আসর। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, ৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে টুর্নামেন্টটি। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি এসিসি। ভারত স্বাগতিক হলেও ধারণা করা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে হতে পারে ৬ দলের টুর্নামেন্টটি। ঢাকায় হতে যাওয়া এসিসি সভা শেষেই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা।

বিসিবি সভাপতি বুলবুল নিশ্চিত করেছেন, এজিএমের অন্যতম এজেন্ডা হিসেবে থাকছে এশিয়া কাপ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ এটা (এশিয়া কাপ) নিয়ে কালকে আমাদের সভা রয়েছে, আমাদের এজিএম আছে। ওইখানে অনত্যম একটা এজেন্ডা হচ্ছে এটা, সেটা নিয়ে কালকে আলোচনা হবে।’


ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
একাডেমির নিজস্ব ফুটবলারের পাশাপাশি ট্রায়ালের ১৬ জন ফুটবলারের যোগ দিচ্ছে যুব সাফের ক্যাম্পে Jul 25, 2025
img
আইএইএকে ইরান সফরের অনুমতি, আশাবাদী সংস্থার প্রধান গ্রোসি Jul 25, 2025
img
তারেক রহমানের নির্দেশে নিহতদের বাড়িতে বিএনপির নেতাদের সমবেদনা Jul 25, 2025
পাকিস্তানি সেনা ঘাঁটি নিয়ে সেলিমের প্রতিবাদী অবস্থান Jul 25, 2025
img
নতুন সংবিধানের জন্য আমরা রাজপথে নেমেছি : নাহিদ ইসলাম Jul 25, 2025
img
পাইলট তৌকিরের পরিবারকে সমবেদনা জানালেন মির্জা ফখরুল Jul 25, 2025
img
জাল টাকায় সর্বস্ব হারানো সেই গরু বিক্রেতাকে ওমরায় পাঠালেন অপু বিশ্বাস! Jul 25, 2025
img
ভাই ব্রাদারদের নিয়েই এই সরকার গঠিত : আবদুন নূর তুষার Jul 25, 2025
img
ছিনতাইয়ে পুলিশের গাফিলতি, দুঃখ প্রকাশ করল বাংলাদেশ পুলিশ Jul 25, 2025
img
গোপালগঞ্জে দুধ দিয়ে গোসল করে ছাত্রলীগ নেতার পদত্যাগ Jul 25, 2025
img
সীমান্তবর্তী এলাকায় সংঘর্ষের পর সামরিক আইন জারি থাইল্যান্ডের Jul 25, 2025
img
বিএনপির নেতার বিরুদ্ধে ৩২ বিঘা পুকুরের মাছ লুটের অভিযোগ Jul 25, 2025
img
নিকুঞ্জে অটো চলাচল বন্ধের তিন মাস পূর্তি: স্বস্তি শান্তিতে এলাকাবাসী Jul 25, 2025
img
সামরিক সহযোগিতায় ভারত-ইসরায়েলের বৈঠক Jul 25, 2025
img
বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৫ জনের অবস্থা এখনো সংকটাপন্ন Jul 25, 2025
img
মাইলস্টোন দুর্ঘটনায় আন্তর্জাতিক সংস্থাগুলোর সহানুভূতি ও শোকপ্রকাশ Jul 25, 2025
img
পাকিস্তানকে জয়ের সুযোগ দিয়েছে বাংলাদেশ, মন্তব্য দেশটির সাবেক ওপেনারের Jul 25, 2025
img
বন্ধুত্ব নয়, এবার প্রেমের খবরে জনি-অ্যাঞ্জেলিনা Jul 25, 2025
যে কাজ করলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন | ইসলামিক টিপস Jul 25, 2025
রিল দুনিয়ায় ঝলক দেখাচ্ছেন বিদ্যা বালান Jul 25, 2025