ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। বর্তমানে তিনি খেলছেন কেম্যান দ্বীপপুঞ্জের ১০ ওভারের প্রতিযোগিতা ম্যাক্স৬০ লিগে। সাকিব ছাড়াও ডেভিড ওয়ার্নার, অ্যালেক্স হেলস ও কার্লোস ব্রাথওয়েটের মতো তারকারা এই টি১০ টুর্নামেন্টে খেলছেন। কিন্তু বিপত্তি বেধেছে লিগের মাঝপথে। বেতন বকেয়া থাকার ইস্যুতে তোলপাড় লেগেছে ম্যাক্স ৬০ লিগে, এমনকি পাঁচটি ম্যাচ বাতিলও করা হয়েছে।
গত বছর শুরু হয়েছিল ম্যাক্স ৬০ ক্যারিবিয়ান ইভেন্ট। এই বছর দ্বিতীয় আসরের মাঝপথে হৈ-চৈ শুরু হয়েছে মাঠের বাইরের ইস্যুতে। এই টুর্নামেন্ট শুরুর ৩০ দিন আগেই খেলোয়াড়দের বেতন পরিশোধের কথা ছিল, কিন্তু প্রতিশ্রুত অর্থ এখনও হাতে না পাওয়ায় তারা ধর্মঘটের ডাক দেয়। এই পরিস্থিতিতে গত মঙ্গলবার সূচিতে থাকা পাঁচটি ম্যাচ বাতিল করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।
নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ম্যাক্স৬০ লিগ কর্তৃপক্ষ জানায়, ‘অফ-ফিল্ড ইস্যু’র কারণে সব ম্যাচ (প্রথম রাউন্ডের অবশিষ্ট খেলা) বাতিল করা হয়েছে। এ ছাড়াও ওই পোস্টে ফাইনালের সময়সূচি জানানো হয় বৃহস্পতিবার (আজ) স্থানীয় সময় দুপুর ২টায়।
তবে আশ্চর্যের বিষয়– শিরোপা নির্ধারণী ম্যাচটিতে নাকি লড়বে পয়েন্ট টেবিলের শীর্ষ ও তিনে থাকা দল যথাক্রমে ক্যারিবিয়ান টাইগার্স ও ভেগাস ভাইকিংস। পরে অবশ্য সেই পোস্ট ডিলিট করা হয়। নতুন পোস্টে ভেগাস ভাইকিংসের সঙ্গে পাঁচ নম্বর দল গ্র্যান্ড কেম্যান ফ্যালকন্সকে নিয়ে এক ‘রানার-আপ প্লে-অফ’ ম্যাচের কথা জানায় কর্তৃপক্ষ। যা আরও ধোঁয়াশা তৈরি করেছে।
এমন লেজেগোবরে অবস্থার মাঝেই পয়েন্ট টেবিলের শীর্ষ দল ক্যারিবিয়ান টাইগার্সকে চ্যাম্পিয়ন ঘোষণা করেছে লিগ কর্তৃপক্ষ। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তারা ফ্র্যাঞ্চাইজিটিকে অভিনন্দন জানিয়েছে।
এর আগে খেলোয়াড়দের পারিশ্রমিক বকেয়া থাকার ঘটনায় তাদের পাশে দাঁড়িয়েছে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ)। তারা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অনুমোদিত টুর্নামেন্টগুলোতে খেলোয়াড়দের নিরাপত্তা ও অর্থনৈতিক সুরক্ষার জোর দাবি জানিয়েছে। একইসঙ্গে আয়োজকদের তীব্র সমালোচনা করে বলেছে, ‘খেলোয়াড়দের সঙ্গে করা চুক্তিগুলো যেন কাগজের টুকরার চেয়েও মূল্যহীন।
এসব এখন আর নতুন ইস্যু নয়। এজন্য বিশ্ব ক্রিকেটের কর্তৃত্বশীল ব্যক্তিদের নীতিমালা দিয়ে পুরো খেলাটি নিয়ন্ত্রণ করা উচিৎ।’
দুবাইভিত্তিক সংস্থা বিএমপি স্পোর্টস আয়োজন করেছিল এই লিগের। যারা নিজেদের ‘ক্রিকেট লিগ মালিকানা, স্পন্সরশিপ, ফ্র্যাঞ্চাইজিং এবং সংশ্লিষ্ট আরও বিষয়ে বিশ্ব মার্কেটের নেতা’ হিসেবে ওয়েবসাইটে পরিচয় দিয়েছে। এ ছাড়া আগে থেকেই আবুধাবি, জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কায় টি১০ লিগ আয়োজন করে আসছে ব্রেভ ফ্র্যাঞ্চাইজির অধিভুক্ত সংস্থাটি। তবে চলমান বিতর্ক নিয়ে এখন পর্যন্ত বিএমপি স্পোর্টস কোনো মন্তব্য করেনি।
এমআর/এসএন