চলতি ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন ঋষভ পান্ত। ইতিমধ্যেই সিরিজের সাত ইনিংসে দুটি শতরান ও দুটি অর্ধশতরান ঝুলিতে পুরেছেন এই উইকেটকিপার-ব্যাটার।
সর্বশেষ ম্যানচেস্টার টেস্টের প্রথম ইনিংসে অর্ধশতরানের দোরগোড়ায় পৌঁছেও চোটের কারণে রিটায়ার্ড হার্ট হয়ে যান পান্ত। তবে মাঠ ছাড়ার আগে আরো একটি বড় রেকর্ডের খুব কাছাকাছি পৌঁছে গেছেন তিনি।
চলতি সিরিজে পান্তের ইনিংসগুলো যথাক্রমে—১৩৪, ১১৮, ২৫, ৬৫, ৭৪, ৯ ও ৩৭ (রিটায়ার্ড হার্ট)। ধারাবাহিক এমন পারফরম্যান্সের পাশাপাশি নতুন এক ব্যতিক্রমী কীর্তির সামনে দাঁড়িয়ে তিনি। ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটারের তালিকায় ইতিমধ্যে রোহিত শর্মাকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন পান্ত।
ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম ইনিংসে ১টি ছক্কা হাঁকিয়ে বর্তমানে তার ছক্কার সংখ্যা ৮৯।
ভারতের হয়ে টেস্টে রোহিতের মোট ছক্কা ৮৮। যা এসেছে ৬৭ টেস্টে ১১৬ ইনিংসে ব্যাট করে। পন্তের সেই সংখ্যায় পৌঁছতে লেগেছে মাত্র ৪৭টি টেস্ট আর ৮২টি ইনিংস!
এখন পান্তের সামনে স্রেফ ২টি ছক্কার ব্যবধান। তাতে ভেঙে যাবে বীরেন্দ্র শেওয়াগের দীর্ঘদিনের রেকর্ড।
শেওয়াগ ভারতের হয়ে ১০৩ টেস্টে ৯০টি ছক্কা মেরেছেন। যদিও আইসিসি একাদশের হয়ে খেলা এক টেস্টে আরো একটি ছক্কা মারলেও তা এই পরিসংখ্যানে ধরা হয়নি।
সুতরাং, টেস্ট ক্রিকেটে ভারতের ইতিহাসে সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ড গড়তে আর পান্তের প্রয়োজন মাত্র ২টি ছক্কা। যেভাবে আক্রমণাত্মক ক্রিকেট খেলেন পান্ত, তাতে এই কীর্তি এখন কেবল সময়ের অপেক্ষা।
চোট না পেলে হয়তো ম্যানচেস্টারেই রেকর্ডটি নিজের নামে করে নিতে পারতেন ঋষভ পান্ত।
তবে দ্বিতীয় ইনিংসে যদি আবার ব্যাট করতে নামেন, তখনই হয়তো ভেঙে যাবে শেওয়াগের বহুদিনের ‘ছক্কার রাজত্ব’!
এমআর/এসএন