কপালে গেরুয়া তিলক। হাতে জড়ানো রুদ্রাক্ষের মালা। পাঁচ আঙুলে রকমারি জ্যোতিষী আংটি। ঈশ্বরে বিশ্বাসী একতা কাপুরের সাজপোশাক একাধিকবার সোশাল পাড়ার ‘ঠেকে’ চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সম্প্রতি ধর্ম নিয়ে রসিকতার কড়া জবাবও দিয়েছিলেন জিতেন্দ্রকন্যা। এবার পবিত্র শ্রাবণ মাসে শিবলিঙ্গ আলিঙ্গন করে বিতর্কে জড়ালেন হিন্দি টেলিসাম্রাজ্যের ক্যুইন।
সম্প্রতি নেটভুবনে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানেই দেখা গেল, মন্দিরে শিবলিঙ্গকে আলিঙ্গন করে রুদ্রাভিষেকের নিয়ম পালন করছেন একতা। শিবলিঙ্গে মাথা ছুঁইয়ে আলিঙ্গন করে রয়েছেন তিনি। উপর থেকে কলসি ভরে ছাইভস্ম, কুমকুম, দুধ ঢালা হচ্ছে। আর সেসবে মাঝেমধ্যে একতার শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। খানিক ছাই ঝেড়়ে, মুখ পরিস্কার করার পর আবারও শিবলিঙ্গ জড়িয়ে ধরছেন। পয়লা ঝলকে যে কেউ দেখে শুটিং বলে গুলিয়ে ফেলতে পারেন। কিন্তু পরে জানা যায়, প্রযোজক-পরিচালক আসলে পুজো দিচ্ছিলেন।
আর সেই ক্যামেরাবন্দি মুহূর্ত নেটপাড়ায় ভাইরাল হতেই কটাক্ষের ঝড়! কারও মন্তব্য, ‘এ কেমন নাটক!’ কারও কথায়, ‘সেলেব বলে ধর্মীয়স্থানেও এসব করার অনুমতি পাচ্ছেন।’ আবার কারও কটাক্ষ, ‘উনি তো ধর্ম মানেন। শিবলিঙ্গ জড়িয়ে এহেন ছেলেখেলা করতে ওর বাঁধল না?’ সবমিলিয়ে একতার ভাইরাল ভিডিও নিয়ে নেটদুনিয়া তোলপাড়। এদিকে বিতর্কের স্ফুলিঙ্গ উঠতেই একাংশের দাবি, এই ভিডিও গত শ্রাবণের। তবুও ছেড়ে কথা বললেন না আরেকপক্ষ। তাঁদের যুক্তি, ‘নতুন হোক বা পুরনো, ভিডিওতে যাকে দেখা যাচ্ছে, তিনি তো একতা কাপুরই। তাই সময়কাল যখনই হোক, ওর এহেন নাটুকে কর্মকাণ্ড মেনে নেওয়া যায় না।’
প্রসঙ্গত, ২৯ জুলাই টেলিপর্দায় নতুন সফর শুরু করতে চলেছে একতা কাপুর প্রযোজিত ‘কিউঁ কি সাঁস ভি কভি বহু থি’। ইতিমধ্যেই ধারাবাহিকের প্রচার ঝলক টেলিদর্শকদের অন্দরমহলে ঝড় তুলে দিয়েছে। সোম থেকে শুক্র আবারও যে টেলিভিশনের সামনে ভিড় জমবে এবং হিন্দি চ্যানেলের টিআরপি চার্টেও একটা বড়সড় রদবদল হবে, সেটা এখন থেকেই আন্দাজ করা যাচ্ছে। এমন আবহেই কটাক্ষের শিকার ‘কিউঁ কি’ নির্মাতা একতা কাপুর।
পুরুষশাসিত টেলিসাম্রাজ্য থেকে সিনেদুনিয়ায় একচেটিয়া আধিপত্য রয়েছে একতার। তাই তো একতা কাপুর হিন্দি টেলিভিশনের ‘ক্যুইন’ বলে পরিচিত। স্টারকিড হওয়ার সুবাদে শৈশব থেকে লাইমলাইটে রয়েছেন বটে, তবে ক্যামেরার নেপথ্যে প্রযোজক হিসেবে তিনি যে সাম্রাজ্য বিস্তার করেছেন, সেটা তাঁর প্রযোজিত টেলি শোয়ের তারকাদের বর্তমান অবস্থানই বলে দেয়! যাঁদের অনেককেই আজ বলিউডের পর্দায় দেখা যায়। জীবনে বহুবার ট্রোলের শিকার হয়েও মাথা নোয়াননি!
এমকে/এসএন