রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখনো আইসিইউতে কাতরাচ্ছে ১০ শিক্ষার্থী, তিন শিক্ষক ও প্রতিষ্ঠানটির এক কর্মচারী।
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ড. আবু হোসেন ও মো. মঈনুল আহসান স্বাক্ষরিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে। এই তথ্য বেলা ১১টা পর্যন্ত।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) এখনো ১৪ জন ভর্তি আছেন।
তালিকা বিশ্লেষণে দেখা যায়, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে শিক্ষার্থী মাহতাব (১৪), মাহিয়া (১৫), আয়ান (১৪), জারিফ (১২), নাভিদ নেওয়াজ (১২) ও সাইমন (১৮) ভর্তি আছে। তাদের সঙ্গে ভর্তি আছেন প্রতিষ্ঠানটির দুই শিক্ষক মাসুমা (৩২) ও মাহফুজা খাতুন (৪৫)।
এদিকে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) বার্ন আইসিইউতে শিক্ষার্থী আকিব (১২), মো. বিল্লাল হোসাইন—এসও (১২), তাসকির রহমান (১৫) ও জান্নাতুল মাওয়া (১০) ভর্তি আছে। তাদের সঙ্গে শিক্ষক আনোয়ার হোসাইন (৩৭) এবং প্রতিষ্ঠানটির প্রিন্সিপালের পিএস আতিকও (২২) ভর্তি আছেন।
তালিকা বিশ্লেষণে আরো দেখা গেছে, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন ৪৫ জন। তার মধ্যে শিক্ষার্থী ৩৬ জন, শিক্ষক ৪ জন, গৃহকর্মী ১ জন ও বৈদ্যুতিক মিস্ত্রি ১ জন। আর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এখন পর্যন্ত চিকিৎসাধীন আছে ১১ জন। তাদের মধ্যে শিক্ষার্থী ৫ জন, সেনাবাহিনীর সদস্য ৪ জন, শিক্ষক ১ জন এবং কর্মচারী ১ জন।
এ ছাড়া শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১ জন শিক্ষার্থী চিকিৎসাধীন আছে। এই তিন হাসপাতাল মিলে মোট ৫৭ জন চিকিৎসাধীন। যাদের মধ্যে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ১৪ জন ভর্তি আছে।
পিএ/এসএন