ক্ষমতার অপব্যবহার করছেন হেসন, দাবি বাসিতের

চলতি বছরের মে-জুনে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭৪ রানের ইনিংস খেলেছিলেন শাহিবজাদা ফারহান। শেষ ম্যাচে অবশ্য আউট হয়েছিলেন ১ রানে। পিএসএল ও জাতীয় দল মিলে নিজের খেলা সবশেষ ৫ ইনিংসে তিন হাফ সেঞ্চুরি করলেও বাংলাদেশ সফরে প্রথম দুই টি-টোয়েন্টিতে সুযোগ মেলেনি ডানহাতি ওপেনারের। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে সুযোগ পেয়ে খেলেছেন ৬৩ রানের ইনিংস।

পাকিস্তানের হোয়াইটওয়াশ এড়ানোর সঙ্গে ওমন ইনিংসে হয়েছেন ম্যাচসেরাও। শাহিবজাদা এক ম্যাচ সুযোগ পেলেও পুরো সফরেই ব্রাত্য ছিলেন সুফিয়ান মুকিম। পাকিস্তানের হয়ে ১০ টি-টোয়েন্টিতে ১৮ উইকেট নেয়া বাঁহাতি রিস্ট স্পিনারকে খেলায়নি মিরপুরের ধীরগতির উইকেটেও। যদিও সেই জায়গায় বাঁহাতি স্পিনার একাদশে ছিলেন খুশদিল শাহ ও মোহাম্মদ নাওয়াজ।

মূলত অলরাউন্ডার বিবেচনায় সুফিয়ানের আগে তাদের দুজনকে বিবেচনা করেছে টিম ম্যানেজমেন্ট। তবে বাঁহাতি স্পিনারকে না খেলানোয় চটেছেন বাসিত আলী। সেই সঙ্গে পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার মাইক হেসনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যহারের অভিযোগ তুলেছেন। পাকিস্তানের হয়ে ১৯ টেস্ট, ৫০ ওয়ানডে খেলা ডানহাতি ব্যাটার মনে করেন, নিজের নেটে ক্রিকেটারদের ব্যাটিং-বোলিং দেখে নিজের পছন্দের ভিত্তিতে দল বানান হেসন।

নিজের ইউটিউব চ্যানেলে এ প্রসঙ্গে বাসিত বলেন, ‘আমার মনে হয় কোচ নেটের পারফরম্যান্স দেখে বেশি খুশি হয়। যারা নেটে বোলিং কিংবা ব্যাটিং করে তারাই বেশি গুরুত্ব পায়। গুরুত্ব যেকোনো দিনই বদলে যাবে। এই ধরনের মানসিকতা নিয়ে সফল হওয়া যায় না। কেন সফল হওয়া যাবে না সেটার কারণ হচ্ছে...যখন (ব্রেন্ডন) ম্যাককালাম অধিনায়ক ছিল, তখনই সে (মাইক হেসন) কোচ ছিল। ম্যাককালামের সঙ্গে আমার একবার কথা হয়েছিল। সেটা থেকে যা জেনেছি তাতে বুঝতে পেরেছি সে খুব বেশিদিন চলবে না।’

‘এখন তার (মাইক হেসন) হাতে ক্ষমতা আছে। সে ক্ষমতার অপব্যবহার করছে। সে তাঁর নিজের পছন্দ-অপছন্দের ভিত্তিতে দল বানাচ্ছে। কেউ যদি নিজের পছন্দ-অপছন্দের ভিত্তিতে দল বানায় তাহলে সেটাকে আমি পাকিস্তান দল বলব না। কারণ পাকিস্তান আমার হৃদয়ে থাকে। আমি পাকিস্তানি ছিলাম, আছি এবং থাকব।’

প্রথম দুই টি-টোয়েন্টিতে হেরে আগেই সিরিজ খোয়ায় পাকিস্তান। তবে তৃতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। শাহিবজাদা, নাওয়াজ ও হাসান নাওয়াজের ব্যাটিংয়ের পর ফাহিম আশরাফ, সালমান মির্জাদের বোলিংয়ে বাংলাদেশকে ১০৪ রানে গুটিয়ে দিয়ে ৭৪ রানে জিতেছে তারা। যদিও এই জয়ে খুব বেশি পার্থক্য দেখছেন না বাসিত। তিনি মনে করেন, প্রথম দুই ম্যাচেই পাকিস্তানের ক্রিকেট এক্সপোজ হয়ে গেছে।

বাসিত বলেন, ‘পাকিস্তান এই ম্যাচ জিতলেও আমার কাছে কিছু যায় আসে না। কারণ দুই ম্যাচে যেভাবে হেরেছে ওইখানেই পাকিস্তানের ক্রিকেট এক্সপোজ হয়ে হয়ে গেছে। মনে হয়েছে এই হার বাংলাদেশের গায়েই লাগেনি। তাদের শরীরি ভাষা এমন ছিল যে ঠিক আছে তারা আমাদের ভাই, প্রতিবেশি তাদের একটা ম্যাচ জিততে দাও।’

টিকে/

Share this news on:

সর্বশেষ

img
জুলাই আন্দোলনের ‘মূলনায়ক’ তারেক রহমান : আমীর খসরু Jul 26, 2025
img
‘ওবায়দুল কাদেরকে পালাতে সহায়তা করেছে যুবদল নেতা’ দাবি করা সেই জনি আটক Jul 26, 2025
img
এশিয়া কাপে ‘বি’ গ্রুপে জায়গা পেল বাংলাদেশ Jul 26, 2025
সন্তানকে সময় দিতেই আমেরিকায় এক হচ্ছেন শাকিব-বুবলী Jul 26, 2025
গ্ল্যামারের আড়ালে অন্ধকার! আলোচিত ৭ অভিনেত্রীর চাঞ্চল্যকর কাহিনী Jul 26, 2025
আরবি ও ইসলাম শিক্ষা নিচ্ছে ইসরায়েলি সেনারা Jul 26, 2025
img
দল নিয়ন্ত্রণ করেছি দেশও নিয়ন্ত্রণ করতে পারব : ডা. শফিকুর রহমান Jul 26, 2025
img
সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ Jul 26, 2025
img
‘টাকার বিনিময়ে কোথাও যাইনি, গাড়িতে ধরা খেয়েছি এটা কেমন টপিক’ Jul 26, 2025
img
১৫ বছর পর অষ্টম শ্রেণিতে ফের চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা Jul 26, 2025
img
ফিলিস্তিনকে এখন স্বীকৃতি দিলে ‘হিতে বিপরীত’ হতে পারে, মন্তব্য ইতালির প্রধানমন্ত্রীর Jul 26, 2025
img
মাইলস্টোনের ঘটনায় বার্সেলোনার পর শোক জানালো ম্যানচেস্টার ইউনাইটেড Jul 26, 2025
img
জুলাই শহীদ পরিবারের জন্য ৮০৪টি ফ্ল্যাট নির্মাণ প্রকল্প একনেকে উঠছে কাল Jul 26, 2025
img
ম্যাচ রেফারি হওয়ার আবেদনে সাড়া দিলেন না রিয়াদ Jul 26, 2025
img
জাতিসংঘ সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা Jul 26, 2025
img
আগে ঘুষ দিতে হতো ১ লাখ টাকা, এখন দিতে হয় ৫ লাখ: মির্জা ফখরুল Jul 26, 2025
img
মৌলভীবাজার সীমান্ত দিয়ে ১১ জনকে পুশইন Jul 26, 2025
img
প্রধান উপদেষ্টার সঙ্গে হেফাজত নেতাদের সাক্ষাৎ Jul 26, 2025
img
বিভাজনের রাজনীতি চায় না জামায়াত : সেলিম Jul 26, 2025
img
গ্রিন শিপইয়ার্ড না হলে জাহাজভাঙা কারখানা বন্ধ করে দিতে হবে : নৌপরিবহন উপদেষ্টা Jul 26, 2025