দক্ষিণ ভারতের অ্যাকশন ঘরানার এক অবিচল জুটি—নন্দামুরি বালাকৃষ্ণ ও পরিচালক বয়াপতি শ্রীনু আবার ফিরছেন একসাথে। ২০২১ সালের সুপারহিট ছবি ‘অখণ্ড’-এর সিক্যুয়েল ‘অখণ্ড ২: তাণ্ডব’-এর কাজ এখন জোরকদমে চলছে। আর এই মুহূর্তে ছবির সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাকশন শিডিউলের শুটিং হচ্ছে অন্ধ্রপ্রদেশের মাড়েদুমিল্লি অঞ্চলের গভীর জঙ্গলে।
প্রকৃতির রুক্ষ আর গা ছমছমে পরিবেশে বালাকৃষ্ণকে ঘিরে চলা উচ্চমাত্রার অ্যাকশন দৃশ্য ছবিকে দিচ্ছে এক অনন্য বুনট। পূর্বঘাট পর্বতমালার বুনো সৌন্দর্য যেন গল্পের আবহে নিয়ে আসছে আরেক স্তরের বাস্তবতা।
ছবিতে বালাকৃষ্ণের বিপরীতে দেখা যাবে সামিউক্তা মেননকে। পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন আদি পিনিশেটি। ‘অখণ্ড ২’ প্রযোজনা করছেন রাম ও গোপী অচন্তা, ১৪ রিলস প্লাস ব্যানারে। আর ছবিটি উপস্থাপন করছেন এম. তেজস্বিনী নন্দামুরি।
সংগীতে রয়েছেন থামান, যিনি আগের কিস্তিতেও দর্শককে রোমাঞ্চিত করেছিলেন তাঁর জ্বালাময়ী স্কোর দিয়ে। সিনেমাটোগ্রাফি সামলাচ্ছেন সি. রামপ্রসাদ ও সন্তোষ দেতাকে। আর্ট ডিরেকশন করছেন এ.এস. প্রকাশ, সম্পাদনায় তাম্মিরাজু। এইসব অভিজ্ঞ কলাকুশলীর হাত ধরে পূজার সময়েই মুক্তি পেতে যাচ্ছে এই বহুল প্রতীক্ষিত ছবি—২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে।
ছবির প্রাথমিক পোস্টার ও শুটিং আপডেট ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে। ভক্তরা বলছেন, ‘অখণ্ড ২’ হবে তার আগের পর্বের চেয়েও বেশি তাণ্ডবময়, আরও বেশি উচ্চকিত। দর্শকেরা অপেক্ষায় আছেন, কখন আবার স্ক্রিন কাঁপাবেন সেই প্রাচীন শক্তির রূপে বালাকৃষ্ণ।
এফপি/টিএ