প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনুদ্দিন বলেছেন, রেল খাতকে লাভজনক করতে বর্তমান সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। রেলকে শুধু যাত্রী পরিবহনের মাধ্যম হিসেবে নয়, বরং মালামাল পরিবহনের গুরুত্বপূর্ণ উপায় হিসেবেও গড়ে তোলা হবে। শনিবার (২৬ জুলাই) দুপুরে নাটোর রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
শেখ মইনুদ্দিন বলেন, বর্তমানে দেশের সড়ক মেরামতে বিপুল ব্যয় হচ্ছে। সে তুলনায় রেল যোগাযোগ অনেক বেশি টেকসই ও সাশ্রয়ী হতে পারে, যদি আমরা সঠিকভাবে পরিকল্পনা করি। সেজন্য রেল ব্যবস্থাকে আরও কার্যকর ও লাভজনক করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, যেসব রেললাইন লাভজনকভাবে পরিচালিত হচ্ছে, সেগুলোকে আরও আধুনিক ও উন্নত করতে হবে। পাশাপাশি যে রুটগুলো সম্ভাবনাময়, কিন্তু এখনও সিদ্ধান্ত গ্রহণ হয়নি সেগুলোরও দ্রুত অগ্রগতি প্রয়োজন।
শেখ মইনুদ্দিন বলেন, দেশের অনেক অঞ্চলে এখনও রেল যোগাযোগ পৌঁছায়নি। সেসব এলাকায় রেল সংযোগ স্থাপন করাও সরকারের অগ্রাধিকারের মধ্যে রয়েছে।
প্রসঙ্গত, বর্তমানে শেখ মইনুদ্দিন প্রধান উপদেষ্টার দপ্তরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। সেই সঙ্গে রেলপথ মন্ত্রণালয়েরও বিশেষ দায়িত্ব পেয়েছেন তিনি।
এমকে/টিএ