চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় আকস্মিক বন্যা ও ভূতাত্ত্বিক বিপর্যয়ের ঝুঁকিতে শনিবার ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে।
পিংলিয়াং ও কুইংইয়াংয়ের কিছু অংশে স্বল্প-মেয়াদী ভারি বৃষ্টিপাতের ঝুঁকি বৃদ্ধির কথা উল্লেখ করে প্রাদেশিক পানি সম্পদ বিভাগ ও প্রাদেশিক আবহাওয়া ব্যুরো যৌথভাবে আকস্মিক বন্যার জন্য রেড অ্যালার্ট জারি করেছে। স্থানীয় সময় সকাল ৬ টা ১০ মিনিটে এ রেড অ্যালার্ট জারি করা হয়।
এরপর একই দিনে, প্রাদেশিক প্রাকৃতিক সম্পদ বিভাগ ও প্রাদেশিক আবহাওয়া ব্যুরো ওই অঞ্চলে আবহাওয়া-সৃষ্ট ভূতাত্ত্বিক বিপর্যয়ের জন্য অ্যালার্ট জারি করে।
এ ছাড়া ভূমিধস, পাহাড় ধসের মতো বিপদের উচ্চ ঝুঁকির সতর্কতাও জারি করেছে তারা।
প্রাদেশিক আবহাওয়া ব্যুরোর তথ্য অনুসারে, পরবর্তী ১২ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ৮০ থেকে ১২০ মিলিমিটারের মধ্যে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে। এর মধ্যে সবচেয়ে তীব্র প্রতি ঘন্টা ৩৫ থেকে ৫৫ মিলিমিটারের মতো বৃষ্টিপাত হতে পারে।
এ অঞ্চলগুলো ভারি বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা ও ভূতাত্ত্বিক বিপর্যয়ের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
কর্তৃপক্ষ তাৎক্ষণিক পর্যবেক্ষণ, প্রাথমিক সতর্কতা ব্যবস্থা ও উচ্চ-ঝুঁকিপূর্ণ অঞ্চল থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার তাগিদ দিয়েছে।
উল্লেখ্য, চীনে চার স্তরের আবহাওয়া সতর্কতা ব্যবস্থা রয়েছে। এর মধ্যে রেড অ্যালার্ট সবচেয়ে গুরুতর সতর্কতা।
সূত্র : চায়না ডেইলি
পিএ/টিকে