জুলাই মাসের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগ যেন জাতি ভুলে না যায়-এই আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
আজ শনিবার (২৬ জুলাই) দুপুর জেলা প্রশাসনের আয়োজনে জুলাই পুণর্জাগরণে সমাজগঠন-শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি বলেন, আমাদের সেই জুলাইয়ের যাত্রায় যে রক্ত ঝরে ছিল, এবং আহত হয়েছিল তাদের যে আত্মত্যাগ ছিল, সেগুলো যেন ভুলে না যাই। তাদের দেশপ্রেম থেকেই আমরা অনুপ্রাণিত হবো একটি বৈষম্যহীন সমাজ গড়ার স্বপ্ন বাস্তবায়নে।
অনুষ্ঠানের শুরুতে মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহতসহ সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
জেলা প্রশাসক বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের বক্তব্য শুনে আমাদের হৃদয় ব্যথিত হয়েছে। বৈষম্যহীন সমাজ গড়তে পারলেই সেই রক্তের প্রতিদান দেওয়া সম্ভব হবে। আহতদের যে বেদনা, সেটি একটি নিরাপদ স্থান পাবে একটি সুন্দর সমাজ গঠনের মাধ্যমে।
এর আগে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লাখো কণ্ঠে শপথ পাঠ-অনুষ্ঠানে সারাদেশের সঙ্গে ভার্চুয়াল সংযুক্ত হয়ে শপথ পাঠ করান সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আসাদুজ্জামান সরদার, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরের সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ,গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক শওকত আলী প্রমুখ।
পিএ/টিকে