বলিউড তারকা দীপিকা পাড়ুকোন আন্তর্জাতিকভাবে সম্মানিত ‘দ্য শিফট’-এর ‘নাইনটি উইমেন শেইপিং কালচার’ তালিকায় স্থান পেয়েছেন। এই তালিকায় আরও রয়েছেন সেলেনা গোমেজ, অ্যাঞ্জেলিনা জোলি, বিলি আইলিশ, আমাল ক্লুনি এবং জোয়া আখতারের মতো বিশ্বখ্যাত ব্যক্তিত্বরা। নারীবাদী নেত্রী গ্লোরিয়া স্টেইনেমের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে তৈরি এই বিশেষ তালিকায় সমাজ, সংস্কৃতি, সৃজনশীলতা, নেতৃত্ব ও বৈশ্বিক প্রভাব তৈরিতে নারীদের অবদানের স্বীকৃতি দেয়া হয়েছে।
হিন্দুস্তান টাইমস থেকে জানা যায় দীপিকা তার ইনস্টাগ্রামে লিখেছেন, এক ও অদ্বিতীয় গ্লোরিয়া স্টেইনেমকে শ্রদ্ধা জানিয়ে দ্য শিফট এমন ৯০টি কণ্ঠকে সম্মানিত করেছে, যারা আমাদের ভবিষ্যত গড়ে তুলছে। এই সম্মানের জন্য কৃতজ্ঞ। দীপিকা তার সাফল্যের সংজ্ঞা ব্যাখ্যা করে বলেন, আমার কাছে সাফল্য শুধু পেশাগত অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং মানসিক সুস্থতা ও আত্ম-পরিচর্যার সঙ্গেও জড়িত। আমি এমন একটি প্রজন্মকে অনুপ্রাণিত করতে চাই যারা ধৈর্য, ভারসাম্য, ধারাবাহিকতা ও সত্যিকারের নিজেকে গুরুত্ব দেয়।
চলচ্চিত্র জগতের বাইরেও দীপিকার প্রভাব উল্লেখযোগ্য, বিশেষ করে তার ‘লাইভ লাভ লাফ ফাউন্ডেশন’-এর মাধ্যমে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরিতে। এই ফাউন্ডেশন ভারতে এবং বিশ্বজুড়ে মানসিক স্বাস্থ্য বিষয়ক আলোচনাকে সাধারণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অন্যদিকে, দীপিকা তার ক্যারিয়ার নিয়ে দারুণ ব্যস্ত। তিনি আতলি পরিচালিত এবং সান পিকচার্স প্রযোজিত প্যান-ইন্ডিয়া অ্যাকশন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। সিনেমাটির নাম এখনও চূড়ান্ত নয়, তবে এতে আল্লু অর্জুন প্রধান চরিত্রে থাকবেন এবং এটি দীপিকার সঙ্গে আতলির দ্বিতীয় কাজ। এই প্রকল্প ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে রয়েছে। এছাড়া দীপিকা ‘কাল্কি ২৮৯৮ এডি’ সিনেমার সিক্যুয়েলেও ফিরছেন। ২০২৫ সালের ডিসেম্বরে এর শুটিং শুরু হওয়ার কথা। প্রযোজক প্রিয়াঙ্কা ও স্বপ্না দত্ত জানিয়েছেন, সিনেমার ৩০ থেকে ৩৫ শতাংশ ইতিমধ্যে চিত্রায়িত হয়েছে। সেখানে দীপিকা মাতৃ-চরিত্রে আবারও উপস্থিত থাকবেন।
এসএন