নেত্রকোনায় জুলাই পদযাত্রা মঞ্চে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে কটাক্ষ করে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠন।
রোববার (২৭ জুলাই) রাত ৮টায় জেলা শহরের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করে।
পরে প্রধান সড়ক দিয়ে মিছিল নিয়ে ছোট বাজার হয়ে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় এনসিপির কটুবাক্যকে হুঁশিয়ারি দিয়ে নানা স্লোগানে স্লোগানে মিছিলকারীরা দলীয় কার্যালয়ে এক প্রতিবাদ কর্মসূচিতে মিলিত হয়।
সমাবেশে সাবেক সভাপতির বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খানের সভাপতিত্বে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
সমাবেশে জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান বলেন, বাবর ভাই যতদিন জেল খেটেছেন ততদিন জন্মের বয়সই হয় নি তোমাদের। কাজেই জিয়া পরিবার এবং কোনো নেতার বিরুদ্ধে কিছু বলার আগে ভেবে চিন্তে বলো।
এছাড়াও বাবরের এলাকা মদন উপজেলাসহ জেলার বিভিন্ন এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
পিএ/ এসএন