অপেক্ষার অবসান ঘটল। অবশেষে প্রকাশিত হয়েছে ‘লোকাহ – অধ্যায় ১: 'চন্দ্রা’ ছবির টিজার। মালায়ালম সিনেমায় প্রথমবারের মতো নারী সুপারহিরোর আবির্ভাব ঘটছে এই ছবিতে, আর সেই চরিত্রে অভিনয় করছেন ক্যালিয়ানি প্রিয়দর্শন।
ওয়েফেয়ার ফিল্মসের ব্যানারে, দুলকার সালমানের প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি শুধু একটি সুপারহিরো গল্প নয় এটি মালায়ালম চলচ্চিত্রে এক নতুন অধ্যায়ের সূচনা। পুরাণ, বিজ্ঞান কল্পকাহিনি ও গভীর আবেগের মেলবন্ধনে নির্মিত এই ছবির কাহিনি আবর্তিত হয়েছে কেরালার সমৃদ্ধ সংস্কৃতির প্রেক্ষাপটে।
টিজারে দেখা মিলেছে চন্দ্রা চরিত্রের রূপান্তরের ঝলক, শ্বাসরুদ্ধকর অ্যাকশন দৃশ্য আর এমন এক ভিজ্যুয়াল উপস্থাপন যা এর আগে মালায়ালম সিনেমায় দেখা যায়নি। প্রথম অধ্যায়ের শুরুতেই নির্মাতারা ইঙ্গিত দিয়েছেন, এ শুধু একটি সিনেমা নয় বরং এক সুপারহিরো মহাবিশ্বের সূচনা, যা দর্শকদের সামনে খুলে দেবে নতুন এক কল্পলোক।
এফপি/টিএ