জুলাই বিদায় নিচ্ছে, আগস্টের আগমনে নতুন সপ্তাহে সিনেমাপ্রেমীদের জন্য অপেক্ষা করছে চমকে ভরা এক ব্লকবাস্টার উৎসব। বড়পর্দা থেকে শুরু করে ছোটপর্দা—এবারের সপ্তাহ জুড়েই গল্প, আবেগ আর অ্যাকশনের ঝড়।
১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অজয় দেবগণ অভিনীত বহু প্রতীক্ষিত কমেডি সিক্যুয়েল ‘সন অব সারদার ২’। হাস্যরসের এই নতুন অধ্যায়ে ‘জাস্সি’-কে এবার পাওয়া যাবে স্কটল্যান্ডে—যেখানে তাঁকে আবারও পড়তে হবে পারিবারিক বিপর্যয়, মাফিয়ার গোলযোগ আর নারীদের অনিশ্চিত দৌরাত্ম্যের ফাঁদে। সিনেমাটি পরিচালনা করছেন বিজয় কুমার অরোরা এবং চিত্রনাট্য লিখেছেন জগদীপ সিধু।
এই হাস্যরসাত্মক অভিযানে অজয়ের সঙ্গে আছেন মৃণাল ঠাকুর, সঞ্জয় মিশ্র, রবি কিশান ও নিরু বাজওয়া। প্রথম পর্বের জনপ্রিয়তা ছাপিয়ে দ্বিতীয় কিস্তিতে দ্বিগুণ হাসি আর দ্বিগুণ নাটকের প্রতিশ্রুতি দিচ্ছে এই ছবি।
এদিকে একই দিনে মুক্তি পাচ্ছে আরেক আলোচিত ছবি ‘ধড়ক ২’। সামাজিক বার্তায় ভরপুর প্রেমের গল্পে মুখ্য ভূমিকায় রয়েছেন সিদ্ধান্ত চতুর্বেদী ও ত্রিপ্তি দিমরি। ভালবাসা, বিভাজন আর বাস্তবতার টানাপোড়েনে গড়ে ওঠা এক দুঃসাহসিক প্রেমের আখ্যান ফুটে উঠেছে এতে।
ওটিটি দুনিয়াও পিছিয়ে নেই। নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ‘মাই অক্সফোর্ড ইয়ার’ নামের এক রোমান্টিক-ড্রামা, যেখানে উঠে আসবে অক্সফোর্ডে পড়তে আসা এক মার্কিন তরুণীর ভালোবাসা ও উচ্চাকাঙ্ক্ষার দ্বন্দ্ব।
এছাড়া কোরিয়ান নাট্যপ্রেমীদের জন্য সুখবর—‘স্কুইড গেম’ খ্যাত লি জিন উকের নতুন কোর্টরুম থ্রিলার ‘বিয়ন্ড দ্য বার’ শুরু হচ্ছে এই সপ্তাহেই। আইনের বেড়াজাল পেরিয়ে নৈতিকতার লড়াই কেমন হয়—তাই নিয়েই তৈরি এই নাটক।
সিনেমা হলে হোক বা ঘরে বসে—এই সপ্তাহে দর্শকদের জন্য অপেক্ষা করছে নানা স্বাদের, নানা দেশের, নানা ঘরানার গল্প।
এসএন