দক্ষিণী সুপারস্টারদের দ্বৈরথে আবারও উত্তাল বিশ্ব সিনেমা অঙ্গন। একদিকে আল্লু অর্জুনের বহুল প্রতীক্ষিত ‘পুষ্পা ২’, অপরদিকে রজনীকান্তের ‘কুলি’—দুই সিনেমারই আন্তর্জাতিক অগ্রিম বুকিং দেখাচ্ছে অভাবনীয় সাড়া। ভারতীয় প্রেক্ষাগৃহের বাইরেও এই দুই প্যান-ইন্ডিয়া ছবি ফিরিয়ে আনছে বক্স অফিসে পুরনো ঝলক।
‘পুষ্পা ২’ তার আগের অধ্যায়ের লাল বালির পথে ফিরছে আগ্রাসী রূপে। অন্যদিকে ‘কুলি’ নিয়ে ফিরছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত, যাঁর একার উপস্থিতিতেই পর্দা কাঁপে। নতুন প্রজন্মের জন্য তিনি ফিরছেন আরও একবার মাস অ্যাপিল নিয়ে।
পরিচালক সুকুমার ও লোকেশ কানাগারাজের হাত ধরে দক্ষিণী সিনেমা পৌঁছেছে এক অনন্য উচ্চতায়। গল্প বলার অভিনব ধরণ, অ্যাকশনে নতুনত্ব ও তারকাদের স্টাইল মিশে তৈরি হয়েছে এমন এক জোয়ার, যা গোটা দেশের চলচ্চিত্রে প্রভাব ফেলছে।
বিশাল বাজেট, দুর্দান্ত প্রচারণা আর কৌশলী আন্তর্জাতিক মুক্তির মধ্য দিয়ে এই দুই সিনেমা প্রমাণ করছে, ভারতীয় সিনেমার প্যান-ইন্ডিয়া দৌড় এখন আর থামার নয়। বক্স অফিস কেবল ঘুরে দাঁড়ায়নি, বরং আবারও গর্জে উঠেছে নতুন রূপে।
এসএন