বলিউডে এখন একটাই নাম ঘুরেফিরে উচ্চারিত হচ্ছে—অজয় দেবগন। একের পর এক সিক্যুয়েল প্রজেক্টে বাজিমাত করে বলিউডে যেন নিজের জন্য একচ্ছত্র সিংহাসন গড়ে তুলেছেন এই সুপারস্টার। ‘ফ্র্যাঞ্চাইজি কিং’ উপাধি এখন তাঁর নামের সঙ্গেই যেন জড়িয়ে গেছে।
আগামী ২০২৫-২৬ সালজুড়ে অজয়ের ঝুলিতে আছে একাধিক ব্লকবাস্টার সিক্যুয়েল। হাসির বন্যা থেকে শুরু করে রোমান্স, থ্রিলার, হরর—সব রকম স্বাদের সিনেমায় দর্শককে মাতিয়ে তোলার প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেতা।
শুরু হচ্ছে ২০২৫ সালের ১ আগস্ট মুক্তি পাওয়া ‘সন অব সরদার ২’ দিয়ে। পাঞ্জাবি-স্কটিশ পটভূমিতে নির্মিত এই কমেডি ছবিতে থাকছে মাফিয়া, পরিবার আর প্রেমের দমফাটা কাহিনি। এরপর ১৪ নভেম্বর মুক্তি পাবে ‘দে দে পেয়ার দে ২’, যেখানে আবারো রাকুল প্রীত সিংয়ের সঙ্গে রোমান্টিক জুটি বেঁধেছেন অজয়।
‘দৃশ্যম ৩’তে আবারো ফিরছেন বিজয় সালগাঁওকার, তাঁর দুর্দান্ত স্ট্র্যাটেজিতে নতুন করে ধাঁধায় ফেলবেন দর্শকদের। আর ঈদ ২০২৬-এ আসছে ‘ধামাল ৪’, যেখানে অজয়ের সঙ্গে থাকছে পুরোনো দলে রিতেশ, আরশাদ, জাভেদসহ আরও অনেকেই।
‘গোলমাল ৫’ নিয়েও ফিরছেন রোহিত শেট্টির পরিচালনায়, যেখানে অজয় দেবগন আবারও দর্শকদের হাসির ঝড়ে ভাসাবেন। পাশাপাশি থাকছে ভয় আর থ্রিলে ভরপুর ‘শয়তান ২’, যেখানে আরেকবার র. মাধবনের সঙ্গে দেখা যাবে তাঁকে এক রোমহর্ষক ভূতের গল্পে।
ফলে এক নজরে দেখা যাচ্ছে, শুধু তারকার নয়, পুরো বলিউডের ব্যস্ততম বছর অপেক্ষা করছে অজয়ের জন্য। ফ্র্যাঞ্চাইজি সিনেমাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন তিনি, আর সেই ধারা এবার আরও বিস্তৃত হচ্ছে।
এসএন