আজ জন্মদিন দুলকার সালমানের—মাম্মুত্থির পুত্র হিসেবে পরিচিতি নিয়ে শুরু হলেও আজ তিনি নিজেই গড়েছেন এক আলাদা অবস্থান। মালায়ালম, তামিল, তেলুগু ও হিন্দি—চার ভাষায় কাজ করে দুলকার প্রমাণ করেছেন, প্রতিভা ও মাধুর্যের কোনো সীমানা নেই।
ক্যারিয়ারের শুরুতে রোমান্টিক নায়ক হিসেবে জনপ্রিয়তা পেলেও, সময়ের সঙ্গে তিনি প্রমাণ করেছেন নিজের বহুমাত্রিক অভিনয় দক্ষতা। ‘ও কাধল কানমানি’ থেকে ‘সীতা রামাম’, আর ‘কারাভান’ থেকে ‘লাকি ভাস্কর ’—প্রতিটি ছবিতেই তিনি দেখিয়েছেন অভিনয়ের গভীরতা, ব্যক্তিত্ব ও এক অনায়াস সঞ্চালনশৈলী।
জন্মদিনে দুলকারকে ঘিরে ভক্তদের ভালোবাসা ও শুভেচ্ছা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। মাম্মুত্থির উত্তরসূরি হয়েও তিনি আজ নিজস্ব ক্যারিয়ার ও ভক্তগোষ্ঠী তৈরি করেছেন—যা তাঁকে সমসাময়িক ভারতীয় সিনেমায় এক অনন্য অবস্থানে নিয়ে গেছে।
এফপি/টিএ