বলিউডের অ্যাকশন সিনেমার ধারা নতুন করে লিখতে যাচ্ছে ‘ওয়ার ২’। ৪০০ কোটি টাকার বাজেটে যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের এই পরবর্তী অধ্যায় ইতিমধ্যেই হয়ে উঠেছে ভারতের সবচেয়ে ব্যয়বহুল স্পাই থ্রিলার। হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর অভিনীত ছবিটি মুক্তি পাবে স্বাধীনতা দিবস উপলক্ষে ২০২৫ সালের ১৪ আগস্ট।
অভিনেতা-অভিনেত্রীর পারিশ্রমিক থেকে শুরু করে বিশ্বমানের ভিএফএক্স, আন্তর্জাতিক লোকেশন, অ্যাকশন কোরিওগ্রাফি—সব মিলিয়ে বাজেট ছাড়িয়েছে আকাশছোঁয়া মাত্রা। জুনিয়র এনটিআরের পারিশ্রমিক ৭০ কোটি টাকা, হৃতিক রোশন পাচ্ছেন ৫০ কোটি টাকা ও মুনাফার অংশীদারি, কিয়ারা আডভানি ১৫ কোটি এবং অনিল কাপুর ১০ কোটি টাকা। পরিচালক আয়ান মুখার্জি পাচ্ছেন ৩০ কোটি টাকা। কেবল তারকা খাতে ব্যয় ১৫০ কোটি টাকা, আর প্রোডাকশন ও প্রযুক্তি খাতে বরাদ্দ ২২০ কোটি টাকা।
এই বাজেটে ‘ওয়ার ২’ পেছনে ফেলেছে ‘টাইগার ৩’ (৩৫০ কোটি) ও ‘পাঠান’ (৩২৫ কোটি)–কে। ছয়টি আন্তর্জাতিক মানের অ্যাকশন সেটপিস নিয়ে নির্মিত ছবিটি স্পাই ইউনিভার্সকে বলিউডের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজিতে রূপ দিচ্ছে।
এফপি/ এসএন