বলিউডের অ্যাকশন জগতের নতুন অধ্যায় লিখতে আসছে ‘ওয়ার ২’। শুধু সিনেমার গল্প নয়, এর সঙ্গে জড়িত বাজেট এবং তারকার পারিশ্রমিকের দিক থেকেও ‘ওয়ার ২’ বদলে দিচ্ছে পুরনো হিসাব-কিতাব। ১৪ আগস্ট, ২০২৫ মুক্তি পাচ্ছে এই প্রজেক্ট, যা ইয়াশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অংশ হিসেবে চিত্রনাট্য ও বাজেট দুটোতেই নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে।
এই মহা বাজেটের সিনেমায় হৃত্বিক রোশনের পারিশ্রমিক ধরা হয়েছে পঞ্চাশ কোটি টাকা, সাথে রয়েছে লাভের একটি অংশ যা তার মোট আয় একশ কোটি ছাড়িয়ে যেতে পারে। অন্যদিকে, জুনিয়র এনটিআর বলিউডে অভিষেকের সময় পেয়েছেন আশ্চর্যজনক সত্তর কোটি টাকা, যা কোনো নবাগত অভিনেতার জন্য সর্বোচ্চ।
প্রধান নারী চরিত্রে কিয়ারা আডভানি পাচ্ছেন পনের কোটি টাকা, যা তার বলিউডের সেরাদের মধ্যে অবস্থান দৃঢ় করে। অনিল কাপুরও রয়েছেন বিশেষ, তবে গোপনীয় এক চরিত্রে, যার জন্য তিনি দশ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন।
পরিচালক আয়ান মুখার্জির পারিশ্রমিকও অন্তত ত্রিশ কোটি টাকা, যা এই প্রজেক্টের গুরুত্ব ও পরিসরকে তুলে ধরে। মোট প্রায় একশ পঞ্চাশ কোটি টাকা শুধুমাত্র ট্যালেন্টের পারিশ্রমিকে ব্যয় করা হচ্ছে।
অ্যাম্যাক্স ও বহুভাষিক এই সিনেমাটি মুক্তির আগেই তুমুল আলোচনা তৈরি করেছে, যদিও ট্রেলারের প্রতি মতামত ভাগাভাগি হয়েছে। তবুও ‘ওয়ার ২’ বলিউডের নতুন উচ্চতায় অ্যাকশন সিনেমাকে নিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ।
এসএন