‘ওয়ার ২’ এখন শুধু একটি অ্যাকশন সিনেমা নয়, এটি হয়ে উঠেছে ভারতীয় সিনেমার অন্যতম লাভজনক ও কৌশলগত প্রজেক্ট। ৪০০ কোটি টাকার বাজেটের এই স্পাই থ্রিলারের মুক্তি ২০২৫ সালের ১৪ আগস্ট—আর তার আগেই ঘটল বিশাল এক বাণিজ্যিক চমক।
তেলুগু ভার্সনের থিয়েট্রিক্যাল রাইটস ৯০ কোটি টাকায় কিনে নিয়েছেন প্রযোজক নাগা ভামসি। এই রেকর্ড পারিশ্রমিকে বিক্রি হওয়া সিনেমার সংখ্যা হাতে গোনা—এবং এখানেই বাজিমাত করলেন জুনিয়র এনটিআর। কারণ, হিন্দি সিনেমায় অভিষেক হলেও এনটিআর তাঁর নিজস্ব ভাষার বাজারে রাজত্ব করছেন আরও একবার।
প্রথমত, এনটিআরের পারিশ্রমিক ৭০ কোটি টাকা, যা বলিউডে নবাগতদের মধ্যে সর্বোচ্চ। কিন্তু কেল্লাফতে করেছেন তিনি ব্যাকএন্ড প্রফিট শেয়ারের মাধ্যমে।
নাগা ভামসির সঙ্গে এক চুক্তিতে তিনি নিশ্চিত করেছেন, তেলুগু ভার্সনের মুনাফা ভাগ হবে শুধুই এনটিআর ও ভামসির মধ্যে—এই রাজস্বের কোনো অংশ পাবে না ইয়াশ রাজ ফিল্মস!
ফলে তেলুগু বাজার থেকে এনটিআরের আয় একশ কোটি ছাড়িয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে—এবং এটি হতে যাচ্ছে হিন্দি সিনেমায় কোনো নবাগত অভিনেতার প্রথমবারের মতো এই আয়ের রেকর্ড। অপরদিকে হৃত্বিক রোশন লাভ ভাগ পাবেন পুরো ভারতীয় বাজার থেকে, কিন্তু তেলুগু আয় থেকে তিনি বঞ্চিত থাকবেন।
এই পদক্ষেপ ‘ওয়ার ২’কে শুধু বড় প্রজেক্ট নয়, বরং এক ট্যাকটিক্যাল মাস্টারপিসে পরিণত করেছে। একদিকে হৃত্বিক ও ইয়াশ রাজ ফিল্মসের চৌকস পরিকল্পনা, অপরদিকে এনটিআর ও নাগা ভামসির কৌশল—ভারতীয় সিনেমার বাণিজ্যিক মানচিত্রে এক নতুন চ্যাপ্টার শুরু করল।
এসএন