ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা অভিযান এবং ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে না দেওয়ায় সেখানে যে অবর্ণনীয় ক্ষুধা সংকট দেখা দিয়েছে— অবশেষে তা স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আজ সোমবার যুক্তরাজ্যের স্কটল্যান্ড সফরে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টারমারের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মার্কিন প্রেসিডেন্ট এবং এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “কিছুদিন আগে টেলিভিশন সংবাদে আমি গাজার একদল শিশুকে দেখলাম। তাদের খুবই ক্ষুধার্ত দেখাচ্ছিল। গাজায় সত্যিকারের ক্ষুধা সংকট শুরু হয়েছে এবং আপনি একে কোনোভাবেই ভুয়া বলে উড়িয়ে দিতে পারবেন না।”
চলতি মাসের শুরুতে গাজায় দু’মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই প্রস্তাব নিয়ে দুই যুদ্ধরত পক্ষ ইসরায়েল ও গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস নিজেদের মধ্যে আলোচনাও করেছে। কিন্তু গত সপ্তাহে হামাস জানিয়েছে গাজায় সংঘাত স্থায়ীভাবে বন্ধ করতে পারে— এমন নিশ্চয়তা না থাকলে কোনো অস্থায়ী যুদ্ধবিরতি গোষ্ঠীটি মেনে নেবে না।
এ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, “যদ্দুর বুঝতে পারছি, হামাস তাদের হাতে থাকা জিম্মিদের মুক্তি দিতে চায় না। আমি বিবি (বেঞ্জামিন নেতানিয়াহু)-কে বলেছি— যে পদ্ধতিতে তিনি এগোচ্ছেন, তাতে কাজ না ও হতে পারে। আমি তাকে পথ এবং পদ্ধতি পরিবর্তনের পরামর্শ দিয়েছি।”
“সবচেয়ে বড় কথা হলো— এটা (গাজায় সংঘাত) এখন শেষ হওয়া উচিত। হামাসকে শেষ করার জন্য ইসরায়েল আরও কঠোর লড়াই করতে পারে, তবে গাজা এখন ভয়াবহ বিপর্যয়ের মধ্যে দিয়ে এগোচ্ছে এবং সেখানকার বাসিন্দাদের জন্য খাদ্য ও নিরাপত্তা এই মুহূর্তে সবচেয়ে জরুরি।”
ইউটি/এসএন