সত্যিই কি প্রেম করছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়? টলিপাড়ায় এই নিয়ে তীব্র গুঞ্জন। এর মাঝেই আবার ‘ডিয়ার মা’র প্রিমিয়ারে দু’জনের একসঙ্গে উপস্থিতি!
সম্প্রতি ‘মৃগয়া’র সাফল্য উদ্যাপনের পার্টিতেও ফের একসঙ্গে দেখা মিলেছে দুই তারকার। এরপরেই সৃজিত-সুস্মিতাকে নিয়ে মাখোমাখো প্রেমের গল্প আরও জোরদার হয়েছে। কিন্তু আদতে এই বিষয়টি কতটা সত্য?
সৃজিতের সঙ্গে নিজের সম্পর্কের এই রসায়ন নিয়েই এবার মুখ খুললেন অভিনেত্রী সুস্মিতা।
‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিংয়ের জন্য একসঙ্গে পুরীতে অনেকটা সময় কাটিয়েছেন সৃজিত ও সুস্মিতা জুটি। সেখান থেকেই পরিচালকের সঙ্গে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী।
আর তারপরেই শুরু তাদের প্রেমের গুঞ্জন। সেই গুঞ্জনের আঁচই আরও বেড়ে যায় ‘মৃগয়া’ সিনেমার সাফল্য উদ্যাপনের পার্টিতে।
এই ছবিতে আইটেম ডান্সে ঝড় তোলা সুস্মিতার সঙ্গে ছিলেন সৃজিতও। আর এই পার্টিতেই সৃজিত-সুস্মিতার খুনসুটি, হাসি, আড্ডার কিছু ভিডিও ভাইরাল হতেই, তাদের প্রেমের জল্পনায় পড়েছে ঘৃতাহুতি।
সুস্মিতা অবশ্য পুরো বিষয়টি হেসেই উড়িয়ে দিচ্ছেন। ভারতীয় একটি সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমরা ভালো বন্ধু। খুব কাছের বন্ধু। তবে কেউ যদি এর খারাপ কোনও মানে বের করে, সেটা তার ব্যাপার। আমি যদি সত্যিই প্রেম করতাম, তবে সেই স্পর্কটা গোপন করতাম। এই ভাবে ঢাকঢোল পিটিয়ে সকলকে জানাতাম না।’
অভিনেত্রী বলেন, ‘কারণ আমার সঙ্গে কারও সম্পর্ক তৈরি হলে, সেটা ব্যক্তিগত সম্পর্ক হবে। সেটা আমার একান্ত নিজের বিষয় হবে। তবে বন্ধুত্বের সম্পর্কে তো আর কোনও রাখঢাকের দরকার পড়ে না।’
সুস্মিতা যোগ করেন, ‘অতীতে আমার সঙ্গে একজনের আড়াই-তিন বছরের একটি সম্পর্ক ছিল। যদিও সে ইন্ডাস্ট্রির কেউ নয়, কিন্তু তার কথা কি কেউ জানতে পেরেছে কখনও? তার সঙ্গে কি আমি ছবি দিয়ে বেড়াতাম, নাকি প্রকাশ্যে সেই সম্পর্কের কথা এনেছিলাম? আসলে সেটা আমার প্রেম ছিল, যেটা আমার ব্যক্তিগত বিষয় ছিল। সেই কথা সবাইকে জানানোর নয়। সৃজিতের সঙ্গে প্রেম থাকলে, সেটা আমি গোপন করতাম। ভালো বন্ধুত্ব থাকাটা নিশ্চয়ই দোষের নয়!’
সমাজের ট্যাবুকে খুব একটা গুরুত্ব দেন না সুস্মিতা। তার কাছে এখন নিজের ক্যারিয়ারই আসল ফোকাস। তিনি বললেন, ‘আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি, তবে চাকরি না করে, এই পেশায় এসেছি অনেক প্যাশান, ভালোবাসা নিয়ে। অনেক লড়াই করছি। কে কী বলল, ভাবলে চলবেনা আমার। শরমন জোশীর সঙ্গে আমি একটা সিনেমা করতে চলেছি, সেটা নিয়ে কেউ কথা বলছে না। সকলেই গসিপ খোঁজে।’
প্রসঙ্গত, সৃজিতকে নিয়ে এমন আলোচনা এই প্রথম নয়— অতীতেও তার সঙ্গে নাম জড়িয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তীসহ একাধিক নায়িকার।
এদিকে স্ত্রী মিথিলার সঙ্গে টালিউডের জনপ্রিয় পরিচালকের সম্পর্কের অবনতির গুঞ্জন আগে থেকেই ছিল। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সুস্মিতার সঙ্গে সৃজিতের প্রেমের গল্প টলিপাড়ায় কার্যত দাবানলের আকার নিয়েছে।
এসএন