মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য নতুন করে ‘‘১০ থেকে ১২ দিনের’’ সময়সীমা দেবেন। সোমবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে বৈঠকের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউক্রেন যুদ্ধ অবসানের বিষয়ে এই মন্তব্য করেন তিনি।
ইউক্রেন-রাশিয়ার চলমান যুদ্ধ শেষের বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘‘আমি আজ থেকে শুরু করে ১০ অথবা ১২ দিনের একটি নতুন সময়সীমা নির্ধারণ করতে যাচ্ছি। এখানে অপেক্ষা করে কোনও লাভ নেই। কারণ আমরা কোনও অগ্রগতি দেখতে পাচ্ছি না।’’
সোমবার স্কটল্যান্ডের আয়ারশায়ারে অবস্থিত টার্নবেরি গলফ কোর্সে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে এক সাংবাদিক রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে ১০–১২ দিনের নতুন সময়সীমা নির্ধারণ নিয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, তিনি আজ রাতেই অথবা আগামীকাল এই বিষয়ে একটি সরকারি ঘোষণা দেবেন।
তিনি বলেন, আপনি যদি জানেন ফলাফল কী হতে যাচ্ছে, তখন অপেক্ষার কোনও মানে নেই। ট্রাম্প বলেন, যদি এই সময়ের মধ্যে কোনও সমঝোতা না হয়, তাহলে তিনি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা অথবা শুল্ক আরোপ করতে পারেন।
মার্কিন এই প্রেসিডেন্ট বলেন, ‘‘আমি রাশিয়াকে শাস্তি দিতে চাই না। কারণ আমি রুশ জনগণকে ভালোবাসি। এ সময় অপর এক সাংবাদিক প্রশ্ন করেন, পুতিন কি ইউক্রেন নিয়ে নিজের উদ্দেশ্য সম্পর্কে ট্রাম্পকে মিথ্যা বলছেন?
জবাবে ট্রাম্প বলেন, তিনি মিথ্যা শব্দটি ব্যবহার করতে চান না। কারণ অন্তত তিনবার এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, যেখানে মনে হয়েছিল যুদ্ধবিরতি চুক্তি হতে যাচ্ছে।
তিনি বলেন, হঠাৎ করেই কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়। এসব কী? ট্রাম্প বলেন, এই ধরনের ঘটনা বারবার ঘটেছে এবং আমি এটা মোটেও পছন্দ করি না।
ইউটি/এসএন