গাজায় পৌঁছাল বোতলভরা খাবার

ইতিহাসের নজিরবিহীন এক মানবিক সংকটের মুখোমুখি ফিলিস্তিনের গাজা উপত্যকার বাসিন্দারা। দীর্ঘদিন ধরে ইসরায়েলের কঠোর অবরোধের ফলে সেখানে চরম খাদ্য ও চিকিৎসা সংকট দেখা দিয়েছে। অপুষ্টিতে ভুগে প্রতিদিনই মারা যাচ্ছে শিশু ও অসুস্থ মানুষ। এমন হৃদয়বিদারক পরিস্থিতিতে মিশরের কিছু নাগরিক মানবিক এক ব্যতিক্রমী পদক্ষেপ নেন সমুদ্রের ঢেউয়ে ভাসিয়ে গাজায় খাবার পৌঁছানোর চেষ্টা।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, মিশরের কয়েকজন নাগরিক এক বা দুই লিটারের প্লাস্টিক বোতলে চাল, ডাল ও শুকনো খাবার ভরে ভূমধ্যসাগরে ছুড়ে দিচ্ছেন। তাদের বিশ্বাস, হয়তো এসব খাবার একদিন গাজার উপকূলে পৌঁছাবে। অবাক করার বিষয় হলো, সেই বিশ্বাস সত্যি হয়েছে। বোতলে ভরা খাবার আসলেই পৌঁছেছে গাজার এক মৎস্যজীবীর হাতে।

ভবিষ্যতের জন্য এক আশার আলো হয়ে আসা এই ঘটনার ভিডিও প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম TRT World। ভিডিওতে দেখা যায়, গাজার ওই জেলে সমুদ্র থেকে বোতলটি উদ্ধার করে আবেগে কেঁপে ওঠেন এবং উচ্চস্বরে বলেন, “আল্লাহু আকবার!” তিনি জানান, “মিশরের ভাইয়েরা চাল-ডাল ভর্তি বোতল পাঠিয়েছেন। এর মানে আজ আমরা ডাল খেতে পারব।” বোতলের মধ্যে একটি বার্তাও ছিল, যাতে লেখা ছিল “মিশর দীর্ঘজীবী হোক। আল্লাহর ইচ্ছায় মিশর, আরব বিশ্ব এবং ইসলামিক উম্মাহ দীর্ঘজীবী হোক।”

জানা যায়, গত ২৩ জুলাই এক মিশরীয় ব্যক্তি গাজার উদ্দেশে সমুদ্রের তীরে দাঁড়িয়ে বোতল ছুড়ে দেন এবং কণ্ঠভরে বলেন, “গাজার ভাইয়েরা, আমাদের ক্ষমা করুন। আমরা এর বেশি কিছু করতে পারছি না।”

এই উদ্যোগকে ইসরায়েলের বর্বর অবরোধের বিরুদ্ধে এক মানবিক প্রতিবাদ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। কারণ, ইসরায়েলের কঠোর নীতির কারণে শত শত ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করতে পারছে না। ফলে লাখো মানুষ অনাহারে দিন পার করছেন। এই মানবিক আন্দোলনে লিবিয়া, টিউনিসিয়া, আলজেরিয়া ও মরক্কোর জনগণকেও অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় আরবি গণমাধ্যম জানিয়েছে, সমুদ্রপথে বোতলের মাধ্যমে খাবার পাঠানোর এই ব্যতিক্রমী ধারণাটি এসেছে “বোতলের বার্তা” কনসেপ্ট থেকে অনুপ্রাণিত হয়ে। এই উদ্যোগের প্রস্তাব দিয়েছিলেন জাপানে বসবাসরত এক মিশরীয় প্রকৌশলী ও শিক্ষাবিদ।

এদিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) এক বিবৃতিতে জানিয়েছে, গাজার প্রায় এক-তৃতীয়াংশ মানুষ এখনো অভুক্ত অবস্থায় দিন কাটাচ্ছেন। অপুষ্টিজনিত কারণে জরুরি চিকিৎসা প্রয়োজন এমন নারী ও শিশুর সংখ্যা প্রতিদিনই বেড়ে চলেছে।

এই ঘটনা বিশ্ববাসীর সামনে এক প্রশ্ন রেখেছে যেখানে বিশ্বশক্তিগুলো নীরব, সেখানে মানবতা কি নতুন পথ দেখাতে পারে? এক বোতল খাবার, একফোঁটা মানবতা গাজার মানুষদের জন্য হয়ে উঠেছে জীবনের আশার প্রদীপ।

পিএ/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
সংস্কার গভীর না হলে আবারও স্বৈরাচার আসতে পারে : প্রধান উপদেষ্টা Jul 29, 2025
img
তামিম একজন মেগাস্টার : হামজা চৌধুরী Jul 29, 2025
img
বর্তমান সরকারের আমলেই কাঙ্ক্ষিত মামলাগুলোর রায় পাওয়া যাবে: আসিফ নজরুল Jul 29, 2025
img
ছেলের সেঞ্চুরির পর নির্বাচকদের সমালোচনা করেছে ওয়াশিংটনের বাবা Jul 29, 2025
img
সংস্কার প্রস্তাবনা দুই বছরের মধ্যে বাস্তবায়নে একমত বিএনপি Jul 29, 2025
img
তাসকিনের ঘটনার পর নতুন পদক্ষেপ নিচ্ছে বিসিবি Jul 29, 2025
img
রাজনৈতিক অনিশ্চয়তায় বিনিয়োগে স্থবিরতা, সুদহার অপরিবর্তিত Jul 29, 2025
img
সাকিব একজন আইকন : হামজা চৌধুরী Jul 29, 2025
img
ভারতের ম্যাচে পাকিস্তানের জার্সি পরে আসায় দর্শক হেনস্তা Jul 29, 2025
img
গোলাপি বলের প্রস্তুতি ম্যাচে পিএম’স ইলেভেনের মুখোমুখি ইংল্যান্ড Jul 29, 2025
img
‘বাংলাদেশ সিরিজের মতো খেললে এশিয়া কাপেও খারাপ করবে পাকিস্তান’ Jul 29, 2025
img
রাহাকে নিয়ে মাতৃত্বের যাত্রায় আলিয়া, মেয়ের প্রশংসায় মহেশ ভাট Jul 29, 2025
img
জুলাই সনদে শেখ হাসিনার নাম না থাকা মেনে নেওয়া যায় না : ইসলামী আন্দোলন মহাসচিব Jul 29, 2025
img
বিসিসিআইয়ের অফিসে সাড়ে ৬ লাখ টাকার জার্সি চুরিতে গ্রেপ্তার নিরাপত্তারক্ষী Jul 29, 2025
img
আকাশ থেকে ফিলিস্তিনে খাবার-ওষুধ ফেলছে ফ্রান্স Jul 29, 2025
img
‘সাইয়ারা’ মানে কী? সিনেমা দেখে উত্তর খুঁজছেন দর্শকরা Jul 29, 2025
img
আবু সাঈদ হত্যা : অব্যাহতি চাইলেন তিন আসামি, বুধবার ফের শুনানি Jul 29, 2025
img
ম্যানচেস্টার বিতর্কে উত্তাল ক্রিকেটবিশ্ব, সমালোচনার মুখে স্টোকস Jul 29, 2025
img
ওটিটি নয়, সরাসরি ইউটিউবে আসছে আমির খানের ‘সিতারে জামিন পার’ Jul 29, 2025
img
৭ শতাধিক সংস্কার প্রস্তাবের ৬৫০টিতে একমত বিএনপি: সালাহউদ্দিন Jul 29, 2025