বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটের মাতৃত্বের যাত্রা নিয়ে সরাসরি কথা বললেন তাঁর বাবা, বর্ষীয়ান নির্মাতা মহেশ ভাট। সম্প্রতি ‘দ্য হিমাংশু মেহতা শো’-তে আলিয়ার জীবনের এই অধ্যায়কে তিনি জীবনের এক ‘নতুন পরিণত মুহূর্ত’ বলে উল্লেখ করেন। তাঁর মতে, মাতৃত্ব আলিয়াকে আরও শক্তিশালী ও গভীর ব্যক্তিত্বে রূপান্তর করেছে।
মহেশ ভাট বলেন, কন্যা রাহাকে বড় করতে গিয়ে এবং একই সঙ্গে বড় বাজেটের ছবিতে কাজ চালিয়ে যেতে আলিয়া যে ভারসাম্য রক্ষা করছেন, তা প্রশংসার যোগ্য। এ যেন এক ভিন্নধরনের পরিণত হওয়া, যা তাঁকে আরও দৃঢ় ও আত্মবিশ্বাসী করে তুলেছে।
আলিয়ার স্বামী রণবীর কাপুর সম্পর্কেও খোলামেলা কথা বলেন ভাট। তিনি জানান, রণবীর ও আলিয়ার ব্যক্তিত্বে রয়েছে বড় পার্থক্য। রণবীর যেখানে সহজ-সরল, নিজের মতো থাকতে পছন্দ করেন, আলিয়া সেখানে উচ্চাকাঙ্ক্ষী ও পরিশ্রমী। এই বিপরীত স্বভাবই তাঁদের দাম্পত্য জীবনে তৈরি করেছে সুন্দর ভারসাম্য।
আলিয়া ভাটের হাতে এখন একাধিক বড় প্রকল্প। ব্যক্তিগত জীবনের সুখ ও পেশাগত সাফল্য মিলিয়ে তিনি যেন নতুনভাবে সংজ্ঞায়িত করছেন বলিউডে স্বনির্মিত, বহুমাত্রিক নায়িকার পরিচয়।
এফপি/এসএন