‘বিগ বস ১৯’ ঘিরে যখন চরম উত্তেজনা, তখনই বলিউডে গুঞ্জন ছড়ায়—এই মৌসুমে নাকি প্রতিযোগী হিসেবে আসছেন ‘মার্ডার’ খ্যাত মল্লিকা শেরাওয়াত। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে সরাসরি অস্বীকার করলেন নায়িকা নিজেই।
ইনস্টাগ্রামে পোস্ট করে মল্লিকা লিখেছেন, ‘সব গুজবের অবসান ঘটিয়ে বলছি, আমি বিগ বস করছি না, আর কোনোদিন করবও না। ধন্যবাদ।’ এর মাধ্যমে পরিষ্কার হলো, আগের মৌসুমগুলোতে অতিথি হয়ে এলেও প্রতিযোগী হিসেবে বাড়িতে প্রবেশের কোনো পরিকল্পনা নেই তাঁর।
এদিকে, বিগ বস ১৯-এর জন্য ইতোমধ্যেই শুরু হয়েছে জোর প্রস্তুতি। নতুন ডিজাইনের ‘আই’ লোগো এবং আরও চমকপ্রদ নাটকীয়তার প্রতিশ্রুতি নিয়ে আগস্ট ২০২৫-এ শুরু হচ্ছে শোটি। সঞ্চালনায় থাকছেন চিরচেনা সালমান খান, যিনি ফিরিয়ে আনবেন বিতর্ক ও বিনোদনের নতুন ঝড়।
এফপি/টিএ