বাংলাদেশ ক্রিকেটের অন্যতম পোস্টার বয় তাসকিন আহমেদ। তার বিরুদ্ধে উঠেছে বাল্যবন্ধুকে মারধরের গুরুতর অভিযোগ। যা নিয়ে সরগরম ক্রিকেটপাড়া। অভিযোগ থানায় তদন্তাধীন থাকায় আপাতত এ বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তবে এসব সমস্যা কাটিয়ে উঠতে আগস্টে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে একটি কর্মশালা আয়োজনের পরিকল্পনা হাতে নিয়েছে বোর্ড। ক্রিকেট-ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে এমন পরিকল্পনার কথা জানিয়েছেন, বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ।
ঘটনা একদিন আগের। হঠাৎই সরগরম দেশের ক্রিকেটপাড়া। তবে মাঠের কোনো খবর নিয়ে নয়। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম আইকন পেসার তাসকিনের বিরুদ্ধে ওঠে বাল্যবন্ধুকে মারধরের অভিযোগ। যা গড়ায় থানা পর্যন্ত। বন্ধু সিফাতুর রহমান সৌরব মিরপুর মডেল থানায় তাসকিনের নামে মারধর ও হুমকির অভিযোগ করে সাধারণ ডায়েরি (জিডি) করেন।
অভিযোগের বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদুর রহমান বলেন, ‘রোববার রাতে সোনি সিনেমা হলের সামনে সিফাতুরকে ডেকে নিয়ে যান তাসকিন। এরপর সেখানে তাকে ঘুষি মারেন এবং হুমকি দেন।’
অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তদন্ত করছে বলে জানান ওসি সাজ্জাদুর রহমান।
তবে ক্রিকবাজের কাছে এমন অভিযোগকে অস্বীকার করেন তাসকিন। তিনি বলেন, ‘আমি শুধু বলতে পারি, এ অভিযোগটি মিথ্যা এবং বানোয়াট।’
এ বিষয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ জানান, অভিযোগটি থানায় তদন্তাধীন থাকায় টাইগার পেসারের বিরুদ্ধে আপাতত তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না।
ক্রিকবাজকে ইফতেখার বলেন, ‘আগে তাসকিনের দোষ প্রমাণিত হোক। অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি মামলা হয়েছে এবং সেটি তদন্তাধীন রয়েছে। এটা এখন ক্রিকেট বোর্ডের বাইরে। তাসকিন বলেছে, তিনি এটার সঙ্গে সম্পৃক্ত নন। এখন পুলিশ এটি তদন্ত করে বের করবে, যেহেতু থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। দেখা যাক, তদন্তে কী বের হয়ে আসে।’
তবে তাসকিনের বিষয়ে আপাতত কোনো ব্যবস্থা নিতে না পারলেও, জাতীয় দলের ক্রিকেটাররা যেন এসব ঘটনায় ভবিষ্যতে না জড়ান, সে জন্য একটি ছোট কর্মশালার পরিকল্পনা নিয়েছে বিসিবি। আগস্টে সে কর্মশালায় তাদের বার্তা দেওয়া হবে, তারা কী করতে পারবেন আর কী করতে পারবেন না।
এ বিষয়ে ইফতেখার বলেন, ‘আগস্টে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে একটি কর্মশালার আয়োজনের পরিকল্পনা করছি আমরা। তারা কী করতে পারবে না, আর কী করতে পারবে সেটা মনে করিয়ে দেওয়া উচিত বলে আমরা মনে করছি। যেহেতু তারা শুধু ক্রিকেটারই নয়, একইসঙ্গে অনেক তরুণের আইডল এবং তাদেরকে অনেকেই অনুসরণ করে। সুতরাং সমর্থকদের প্রতি তাদের কিছু দায়বদ্ধতা রয়েছে।’
এফপি/এসএন