সঙ্গীত জগতে এবার বিপ্লবের আভাস। আর সেই বিপ্লবের কেন্দ্রে অস্কারজয়ী ভারতীয় সুরকার এ.আর. রহমান। সম্প্রতি তিনি সান ফ্রান্সিসকোতে এক বিশেষ বৈঠকে মিলিত হন OpenAI-এর সিইও স্যাম অল্টম্যান এবং Perplexity AI-এর সহ-প্রতিষ্ঠাতা আরবিন্দ শ্রীনিবাসের সঙ্গে। আলোচনার মূল বিষয় ছিল এক যুগান্তকারী এআই-ভিত্তিক প্রকল্প— ‘সিক্রেট মাউন্টেন’।
সংগীত, গল্প এবং কৃত্রিম বুদ্ধিমত্তা— এই তিনের মিশ্রণে গড়ে উঠতে চলেছে এক অভিনব ডিজিটাল জগৎ। এক কথায়, এআই-এর ছোঁয়ায় বদলে যাবে সঙ্গীত অভিজ্ঞতা। থাকবে একটি ভার্চুয়াল ব্যান্ড, যেখানে ভারতের পাশাপাশি বিশ্বের নানা প্রান্তের শিল্পীদের সৃষ্টিকে একত্রিত করা হবে। ফলে শ্রোতারা পাবেন ইমার্সিভ মিউজিক এক্সপেরিয়েন্স।
এই বৈশ্বিক উদ্যোগের মূল লক্ষ্য— ভারতের সৃষ্টিশীল শিল্পীদের ক্ষমতায়ন এবং প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে এক নতুন ধরণের আন্তর্জাতিক সহযোগিতা গড়ে তোলা।
বৈঠকে এআই নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন রহমান। তাঁর কথায়,
“এআই যেন মানুষের সৃজনশীলতাকে সমর্থন ও সমৃদ্ধ করে, প্রতিস্থাপন না করে।”
উল্লেখ্য, রহমান এর আগেও শিল্পকলায় এআই-এর অপব্যবহার নিয়ে সরব হয়েছেন। এবারও তিনি একই বার্তা দিলেন— প্রযুক্তি যেন শিল্পীর হাত থেকে সৃষ্টির অধিকার কেড়ে না নেয়, বরং তা আরও প্রসারিত করতে সাহায্য করুক।
যদিও ‘সিক্রেট মাউন্টেন’ প্রকল্পের পুরো বিবরণ এখনও সামনে আসেনি, তবুও এই বৈঠকেই ইঙ্গিত মিলেছে— সঙ্গীতের ভবিষ্যত বদলে দিতে চলেছে এই উদ্যোগ।
এটা শুধু প্রযুক্তি আর সৃজনশীলতার মেলবন্ধন নয়, বরং বিশ্বব্যাপী শিল্পচর্চার দিগন্তে এক নতুন ভোর।
এসএন