র‌্যাঙ্কিংয়ে সেরা দশের বাইরে মুস্তাফিজ, পেছালেন জাকের-লিটন-তানজিদরা

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে বল হাতে অপ্রতিরোধ্য ছিলেন মুস্তাফিজুর রহমান। দুর্দান্ত পারফরম্যান্সে ১৭ ধাপ এগিয়ে ২০২১ সালের অক্টোবরের পর টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে ফেরেন বাঁহাতি এই পেসার। তবে শেষ টি-টোয়েন্টিতে না খেলায় আবারও সেরা দশের বাইরে চলে গেছেন তিনি। তিন ধাপ পিছিয়ে ৬৪৬ রেটিং পয়েন্ট নিয়ে ১২ নম্বরে আছেন মুস্তাফিজ।

স্পিনার শেখ মেহেদী এক ধাপ পিছিয়ে ১৭ নম্বরে নেমে গেছেন। একই চিত্র তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিবেরও। বাংলাদেশের দুজন পেসারই এক ধাপ করে পিছিয়ে গেছেন। যেখানে তাসকিন ২৮ এবং তানজিম আছেন ৩৮ নম্বরে। তবে শেষ ম্যাচে না খেললেও আগের মতই ২০ নম্বরেই আছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। ব্যাটারদের মধ্যে বেশ কয়েকজনের অবনতি হয়েছে।

টি-টোয়েন্টি ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের মধ্যে সবার উপরে আছেন তাওহীদ হৃদয়। ৫৪৫ রেটিং পয়েন্ট নিয়ে ৩৯ নম্বরে আছেন ডানহাতি এই ব্যাটার। সাম্প্রতিক সময়ে দারুণ পারফরম্যান্সে ১৮ ধাপ এগিয়েছিলেন তানজিদ হাসান তামিম। তবে শেষ টি-টোয়েন্টিতে জ্বলে উঠতে না পারায় ৫ ধাপ পিছিয়ে গেছেন বাঁহাতি এই ওপেনার। ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোনের সঙ্গে যৌথভাবে ৪২ নম্বরে আছেন।



পাকিস্তান সিরিজে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি লিটন দাস। বাংলাদেশের অধিনায়ক আরেক ধাপ পিছিয়ে নেমে গেছেন ৪৬ নম্বরে। বাংলাদেশের সিরিজ জয়ে অবদান রাখায় সিরিজসেরা হয়েছেন জাকের আলী অনিক। তবে শেষ টি-টোয়েন্টিতে ভালো করতে না পারায় ৬ ধাপ পিছিয়ে গেছেন। ৪৯৬ রেটিং পয়েন্ট নিয়ে ৫৯ নম্বরে আছেন ডানহাতি এই ব্যাটার। অবনতি হয়েছে পারভেজ হোসেন ইমনেরও। তিন ধাপ পেছানো বাঁহাতি ওপেনার ৬৬ নম্বরে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে ছিলেন ট্রাভিস হেড। ক্যারিবীয় সফরে না থাকায় আইসিসির টি-টোয়েন্টি ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে গেছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি এই ব্যাটার। এক ধাপ পিছিয়ে দুই নম্বরে নেমে গেছেন তিনি। সেই সুযোগ শীর্ষে উঠে গেছেন অভিষেক শর্মা। ভারতের তরুণ ওপেনার ব্যাটার হেডের চেয়ে এগিয়ে আছেন ১৫ রেটিং পয়েন্ট এগিয়ে আছেন তিনি।

টেস্টে আগের মতোই শীর্ষে আছেন জো রুট। ছন্দে ফেরায় সেরা দশে জায়গা করে নিয়েছেন বেন ডাকেট। ৫ ধাপ এগিয়ে ১০ নম্বরে জায়গা করে নিয়েছেন বাঁহাতি এই ওপেনার। কামিন্দু মেন্ডিস, টেম্বা বাভুমা ও ঋষভ পান্তের উন্নতি হলেও অবনতি হয়েছে ইয়াশভি জয়সাওয়াল। ম্যানচেস্টারের দুই ইনিংসেই ব্যর্থ হওয়ায় তিন ধাপ পিছিয়ে আটে নেমে গেছেন ভারতের এই ওপেনার। তিন ধাপ এগিয়ে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে তিনে উঠে এসেছেন বেন স্টোকস।

এমকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
চাঁপাইনবাবগঞ্জে সাপের দাপট, এক মাসে সাতজনের মৃত্যু Aug 01, 2025
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা Aug 01, 2025
img
শাহবাগ সমাবেশে ছাত্রদের আনতে ২০ কোচের ট্রেন ভাড়া ছাত্রদলের Aug 01, 2025
img
উগ্রবাদ যাতে না বাড়ে সজাগ থাকতে হবে: তারেক রহমান Aug 01, 2025
img
ক্রিস হেমসওয়ার্থের সাথে জুটি বাঁধছেন লিলি জেমস, আসছে থ্রিলার সাবভারশন Aug 01, 2025
img
আমরা বৈশ্বিক প্রতিযোগিতায় অবস্থান ধরে রাখতে পেরেছি : খলিলুর রহমান Aug 01, 2025
img
বেইজিংয়ে বন্যায় বৃদ্ধাশ্রমে ৩১ জন প্রবীণের মৃত্যু Aug 01, 2025
img
বিচ্ছেদের ৩ মাসেই শ্রাবন্তীর প্রাক্তনের নতুন সিদ্ধান্ত Aug 01, 2025
img
ওভালে প্রথম দিন শেষে চাপে সফরকারী ভারত Aug 01, 2025
img
একদিনে এনবিআরের ৪৯ কর্মকর্তাকে বদলি Aug 01, 2025
img
ম্যান অব স্টিল–কে পেছনে ফেলে শীর্ষে গানের সুপারম্যান Aug 01, 2025
img
বিশ্বের বিভিন্ন দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ ট্রাম্পের Aug 01, 2025
img
জামায়াত আমিরের বাইপাস সার্জারি শনিবার Aug 01, 2025
img
বাংলাদেশের রাস্তায় নেচে ভাইরাল নোয়েল এবার ভারতে আটক Aug 01, 2025
img
সেপ্টেম্বরে কোয়াবের নির্বাচন, এবার থাকছে না সেক্রেটারি পদ Aug 01, 2025
img
দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ দমকা হাওয়ার আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত Aug 01, 2025
img
৩০ কোটি টাকার ঋণ কেলেঙ্কারি,বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান বাচ্চুসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা Aug 01, 2025
img
বেলা দে রুপে পোস্টারে চমক দিলেন ঋতুপর্ণা Aug 01, 2025
img
পিআর নির্বাচন নিয়ে বিএনপিকে প্রশ্ন করলেন ইসলামী আন্দোলনের নেতা Aug 01, 2025
img
সাঙ্ক্রান্তিতে মুক্তি পাচ্ছে প্রভাসের হরর-কমেডি ‘রাজা সাব’ Aug 01, 2025