মুম্বইয়ের সেলেব পাড়ায় রণবীর-আলিয়ার স্বপ্নের সাধের বাংলো তৈরি। যে ম্যানশন কিনা বাজারদরে শাহরুখ খানের ‘মান্নত’, এমনকী মেগাস্টার অমিতাভ বচ্চনের ‘জলসা’কেও টেক্কা দেবে। বান্দ্রায় উত্তরাধিকারসূত্রে কাপুরদের পৈতৃক ভিটে পেয়েছিলেন ঋষি কাপুর এবং নীতু কাপুর। আর সেখানেই বিগত দেড় বছর ধরে তিল তিল করে সুদৃশ্য বিশালাকার বাংলো তৈরি করিয়েছেন রণবীর-আলিয়া। যার দাম ২৫০ কোটিরও বেশি। এবার খবর, কাপুর ম্যানশনে গৃহপ্রবেশের জন্য তোড়জোড় শুরু করেছেন আলিয়া ভাট এবং নীতু কাপুর।
বলিউড মাধ্যম সূত্রে খবর, খুব শিগগিরিই কোনও শুভ দিনক্ষণ দেখে জুনিয়র কাপুরদম্পতি গৃহপ্রবেশ করবেন। প্রয়াত ঠাকুমার নামে বাংলোর নাম রেখেছেন কৃষ্ণা রাজ কাপুর ম্যানশন। সম্প্রতি ব্যস্ত শিডিউলের মাঝে সময় বের করে শাশুড়ি নীতু কাপুরের সঙ্গে বাংলোর শেষ পর্যায়ের কাজ দেখতে গিয়েছিলেন আলিয়া ভাট। ছবিশিকারিদের সুবাদে সেই ক্যামেরাবন্দি মুহূর্ত ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ঘনিষ্ঠ সূত্রে খবর, গৃহপ্রবেশের দিন পুজোপাঠের পর কাপুর পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের নিয়ে এক নৈশভোজের আয়োজন করেছেন রণবীর-আলিয়া। যে বা যাঁরা এই বাংলো তৈরির সঙ্গে যুক্ত, সেসব কর্মীদেরও আমন্ত্রণ জানিয়েছেন তারকাদম্পতি।
প্রসঙ্গত, রণবীর কাপুর হোক বা আলিয়া ভাট, দুজনেই বর্তমানে বেজায় ব্যস্ত। তারকাজুটির বৃহস্পতি বর্তমানে তুঙ্গে। কাপুরনন্দন যেখানে ‘রামায়ণ’-এর শুটিং শেষ করে ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটে ব্যস্ত সেখানে অভিনেত্রী শুটিংয়ের পাশাপাশি আন্তর্জাতিক ময়দানের কাজেও ছুটছেন দিন কয়েকের ব্যবধানে।
আর সেই ব্যস্ত শিডিউলের মাঝেই ঘনঘন মুম্বইয়ের বান্দ্রায় নতুন বাংলোর কাজ দেখতে যাচ্ছিলেন এযাবৎকাল। তবে সেই প্রাসাদোপম বাংলোর কাজ বর্তমানে শেষ। বলিউড মাধ্যম সূত্রে খবর, ছয় তলার এই বিলাসবহুল বাংলোকে একেবারে মনমতো সাজিয়েছেন রণবীর-আলিয়া। অন্দরমহলের সাজসজ্জা দেখলেও নাকি চোখ কপালে উঠবে। জানা গিয়েছে, ২৫০ কোটির এই বাংলোর অর্ধেকটা নাকি মেয়ে রাহা কাপুরের নামে রেজিস্ট্রি করিয়েছেন রণবীর-আলিয়া। আর বাকিটা ঋষি কাপুরের কথামতো নীতু কাপুরের নামে রাখা হয়েছে। অতঃপর কাপুর ম্যানশনে গৃহপ্রবেশের পর যে নীতু ছেলে-বউমা, নাতনি সকলের সঙ্গেএকছাদের তলায় থাকবেন, তা বলাই বাহুল্য।
এফপি /এসএন