অপ্রাপ্তবয়স্কের নেতিবাচক ভিডিও ছড়ানোর অভিযোগে জেল হতে পারে অ্যাসেনসিওর

অপ্রাপ্তবয়স্ক এক মেয়েকে জড়িয়ে ধরে প্রথমে যৌন হয়রানির ভিডিও তৈরি, অতঃপর তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে অভিযুক্ত হয়েছেন রাউল অ্যাসেনসিও। এবার তার বিরুদ্ধে আড়াই বছর কারাদণ্ডের আবেদন জানিয়েছে স্পেনের সরকারি কৌঁসুলি দপ্তর।

খেলাধুলাভিত্তিক সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিকের প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াল যুব দলের সাবেক দুই খেলোয়াড় একজন অপ্রাপ্তবয়স্ক ও আরেক তরুণীর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হন এবং তাদের অজান্তে সেই দৃশ্য গোপনে ভিডিও করেন। অ্যাসেনসিও ওই ঘটনার অংশ ছিলেন না। তবে তিনি ভিডিওটি চেয়ে নিয়ে দেখেন এবং পরে সেটি আরেক বন্ধুকেও দেখান।

স্পেনের ফৌজদারি দণ্ডবিধির ৭৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, এটি গোপনীয়তা লঙ্ঘনের দুটি অপরাধ। সেই অভিযোগপত্রে আরও বলা হয়, ঘটনাটির পর ওই অপ্রাপ্তবয়স্ক মেয়ে ও তরুণী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডারে আক্রান্ত হন। তাদের প্রত্যেককে ক্ষতিপূরণ হিসেবে ৫ হাজার ইউরো করে দেওয়ার জন্যও আবেদন জানানো হয়েছে। একই মামলায় আরও তিনজনের বিরুদ্ধে কারাদণ্ড চাওয়া হয়েছে।

গত মৌসুমে রিয়ালের একাদশে নিয়মিত ছিলেন অ্যাসেনসিও।

এর আগে গত মে মাসে এক প্রতিবেদনে দ্য অ্যাথলেটিক জানায়, এক অপ্রাপ্তবয়স্ক মেয়েকে নিয়ে তৈরি করা যৌন হয়রানির ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে ফৌজদারি মামলার মুখোমুখি হতে পারেন অ্যাসেনসিও। ঘটনাটি ২০২৩ সালে স্পেনের গ্রান ক্যানারিয়ার দক্ষিণাঞ্চলের এক বিচ ক্লাবে ঘটেছে।

সে সময় এ ঘটনার প্রতিক্রিয়ায় রিয়াল জানিয়েছিল, ‘একজন কাস্তিয়া (বি দল) খেলোয়াড় ও সি দলের তিন খেলোয়াড় গার্দিয়া সিভিলের (স্পেনের জাতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গুরুত্বপূর্ণ শাখা) কাছে ব্যক্তিগত ভিডিও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেওয়ার অভিযোগে বিবৃতি দিয়েছেন। ঘটনার বিস্তারিত জানা গেলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।’




এর আগে গত ফেব্রুয়ারিতে অ্যাথলেটিকের সংবাদে জানানো হয়, স্পেনের একটি আদালত অ্যাসেনসিওর পক্ষ থেকে মামলাটি অস্থায়ীভাবে খারিজ করার আবেদন প্রত্যাখ্যান করেছেন। সেই আপিল চলাকালে আদালতের নথিপত্র নিশ্চিত করে, ঘটনায় জড়িত নারীদের একজনের বয়স ১৬ বছরের নিচে ছিল।

নিজের বিরুদ্ধে আসা অভিযোগ অস্বীকার করেছেন অ্যাসেনসিও।

শুক্রবার সন্ধ্যায় অ্যাসেনসিওর প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ন্যায়বিচারের প্রত্যাশার কথা জানান। রিয়ালের কাছে বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তারা এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। গুরুতর এই অভিযোগের জবাবে এর আগে এক বিবৃতিতে অ্যাসেনসিও বলেছিলেন, ‘আমি কোনো নারীর যৌন স্বাধীনতা লঙ্ঘন করে এমন কোনো আচরণে লিপ্ত হইনি, অপ্রাপ্তবয়স্ক তো দূরের কথা।’

২০২৪-২৫ মৌসুমে বিভিন্ন সময় স্টেডিয়ামে গালিগালাজ ও অপমানসূচক স্লোগানের লক্ষ্য হন অ্যাসেনসিও। তবে রিয়ালের সাবেক কোচ কার্লো আনচেলোত্তি ফেব্রুয়ারিতে বলেছিলেন, এসব স্লোগান থেকে অ্যাসেনসিওকে রক্ষা করতে তিনি তাকে মাঠের বাইরে রাখবেন না।

২০২৪-২৫ মৌসুমে দলের একাধিক ডিফেন্ডার চোটে পড়লে রিয়াল মাদ্রিদের একাদশে নিয়মিত হন অ্যাসেনসিও। গত মৌসুমে রিয়ালের হয়ে সব মিলিয়ে ৫৭টি ম্যাচ খেলেন তিনি। এরপর গত জুনে রিয়ালের সঙ্গে তার ২০৩১ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করার কথাও জানা গেছে। এর মধ্যে ২০২৫ সালের মার্চে প্রথমবারের মতো স্পেন জাতীয় দলে ডাক পান এই ডিফেন্ডার।

এমকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বিএনপিকে টার্গেট করেছে, ক্ষমতায় আসতে দেবে না : খোকন Aug 02, 2025
ঘুমের আগে যে ৩টি কাজ করা জরুরী | ইসলামিক টিপস Aug 02, 2025
img
শচীনকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়লেন জয়সওয়াল Aug 02, 2025
‘কার কাছে বিচার দেবো’, সামাজিক বাস্তবতায় হতাশ শবনম ফারিয়া Aug 02, 2025
“দেশপ্রেমিক আইনজীবী কী নাই?” বললেন জামায়াত নেতা মাসুদ Aug 02, 2025
জুলাই বিক্রেতাদের বিচার চাইলেন নাহিদ Aug 02, 2025
img
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এনসিপির সেই বিবৃতিটি ভুয়া Aug 02, 2025
img
‘অনেক ক্রিকেটারই খেলা শেষ করে কোচিংয়ে আসতে চাইছেন’ Aug 02, 2025
img
থাইল্যান্ডে বন্যা ও ভূমিধসে প্রাণ গেল ৬ জনের Aug 02, 2025
img
এশিয়া কাপ মিস করবেন বুমরাহ! Aug 02, 2025
img
দিনাজপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ২ কর্মীকে আটক করল পুলিশ Aug 02, 2025
অভ্যুত্থানে অব. সেনা কর্মকর্তাদের অবদান স্বীকার করলেন এবি পার্টির মঞ্জু Aug 02, 2025
img
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩৮২ Aug 02, 2025
img
ইরান সব ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে : পেজেশকিয়ান Aug 02, 2025
হাসিনা পালানোর দিনের ঘটনা বললেন অব. সেনা কর্মকর্তারা Aug 02, 2025
নির্বাচন নিয়ে জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদের কড়া সমালোচনা Aug 02, 2025
img
দ্বিতীয় দিনে ‘কিংডম’ সিনেমার আয়ে নেমেছে ধস Aug 02, 2025
img
প্রবাসীদের স্বার্থে সৌদির সঙ্গে হতে যাচ্ছে বিশেষ চুক্তি: আসিফ নজরুল Aug 02, 2025
img
ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলাকে ২৪৩ মিলিয়ন ডলার জরিমানা Aug 02, 2025
img
আমরা যে চূড়ান্ত পরিবর্তন চেয়েছিলাম, তা সম্ভব হয়নি: আসিফ মাহমুদ Aug 02, 2025