জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের মধ্যে অনেকে এখন কোচিংয়ে ঝুঁকছেন। ক্রিকেট থেকে অবসরের পর রাজিন সালেহ, মোহাম্মদ রফিক, নাজমু্ল হোসেনরা এরই মধ্যে কোচিং পেশায় নাম লিখিয়েছেন। এ ছাড়া আরও একাধিক সাবেক ক্রিকেটার কাজ করছেন দেশের ঘরোয়া ক্রিকেটের সঙ্গে।
সম্প্রতি বিসিবিতে শুরু হয়েছে ক্রিকেটারদের লেভেল ‘এ’ কোচিং কোর্স। যেখানে অনেকেরই কোচিং নিয়ে আগ্রহ দেখা গেছে। নিজেদের সন্তুষ্টির কথা জানিয়েছেন গেম ডেভেলপমেন্ট বিভাগের হেড অব অপারেশন্স হাবিবুল বাশার সুমন। তার মতে, এতে লাভবান হবে দেশের ক্রিকেটই।
আজ (শনিবার) মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে তিন দিনের ‘লেভেল-এ’ কোচিং কোর্সের দ্বিতীয় দিন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। বাশার বলেন, 'ক্রিকেটটা ছড়িয়ে দিতে হলে শুধু ক্রিকেট খেললেই হবে না, ক্রিকেট শিক্ষিত হওয়া খুব জরুরি। তাই এখানে যারা (কোর্স করতে) আসছেন, তারা আসলে তৃণমূল পর্যায়ে কাজ করেন। আমরা যদি তাদের সঠিক প্রশিক্ষণ দিতে পারি, একটু আপগ্রেড করতে পারি, সেটা দিনশেষে বাংলাদেশের ক্রিকেটেরই কাজে লাগবে। আমরা সামনে আরও বেশি বেশি এ ধরনের সেমিনার করবো।’
অনেকে কোচিংয়ে আসতে চাওয়ায় খুশি বাশার, ‘এখন অনেক ক্রিকেটারই খেলা শেষ করে কোচিংয়ে আসতে চাইছেন। আগে এ প্রবণতা ছিল না। ইনফ্যাক্ট পাঁচ-দশ বছর আগেও এত কোচিংয়ে আসতে চাইতো না। এখন অনেককেই দেখছি, প্রথম শ্রেণির ক্যারিয়ার শেষ করে কোচিংয়ে আসতে চাইছে।’
কোর্সটি করার জন্য অনেকে আবেদন করেছিলেন সেটা নিয়ে বাশার বলেন, ‘লেভেল ওয়ান কোর্সের জন্য অনেক সিভি জমা পড়েছে। যারা এখনো খেলছেন বা শিগগিরই অবসরে যাবেন, তারাও কোচিংয়ে আসতে চাচ্ছেন। আমরা যদি মানসম্পন্ন কোচ তৈরি করতে পারি, তাহলে শুধু দেশেই নয়, বিদেশেও তাদের চাহিদা থাকবে।’
এমকে/টিকে