জুলাই যোদ্ধা নামে শাহবাগ অবরোধ করে জনগণকে কষ্ট দিলে তা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান। তিনি বলেছেন, জুলাই যোদ্ধা নামে যারা শাহবাগে সাধারণ মানুষকে আটকিয়ে কষ্ট দিচ্ছো, তোমরা কি চাও আমরা সত্যিকার অর্থে জুলাইয়ে যারা লড়াই করেছি, গুলিবিদ্ধ হয়েছি, জেল খেটেছি, আহত হয়েছি, তারা তোমাদের মুখোমুখি দাঁড়াব? এটা কি চাও?
নিজের ফেসবুক পেজে লাইভে এসে এসব কথা বলেন তিনি।
মো. তারেক রহমান আরো বলেন, ‘তোমরা যেভাবে জনগণকে কষ্ট দিচ্ছো আমাদের কিন্তু এছাড়া আর বিকল্প নেই। আমরা তোমাদের এ জুলাইয়ে যুদ্ধ করেছ না কী করেছ, আমরা গিয়ে পরীক্ষা করা শুরু করে দেব।
চেক করা শুরু করে দেব। কতবড় হেডমওয়ালা জুলাই যোদ্ধা হইছো। মানুষকে এভাবে কষ্ট দিচ্ছো। আর কেউ জিজ্ঞাসা করলে বলছো— আওয়ামী লীগের দোসর।
আগে শেখ হাসিনা বলতো জামায়াত শিবিরের দোসর, বিএনপি-জামায়াতের ইন্ধন।’
তিনি বলেন, ‘সাধারণ মানুষ আওয়ামী লীগকে বিতাড়িত করেছিল ঐক্যবদ্ধভাবে। সাধারণ মানুষের অংশগ্রহণ ছাড়া এটা হয়নি। আজকে সাধারণ মানুষকে শুনতে হবে আওয়ামী লীগের দোসর।
তোমাদের দাবি যারা আদায় করছে না, তাদের কাছে যাও। সাধারণ মানুষ তোমাদের জুলাই সনদ, ঘোষণাপত্র দেবে? তাদের কেন কষ্ট দিচ্ছো?
অ্যাম্বুল্যান্স-রোগীদের কেন আটকিয়ে রাখছ? এই অধিকার তোমাদের কে দিয়েছে? সত্যিকারের জুলাই যোদ্ধা যারা, আমরা কিন্তু চুপ আছি এখনো।
আমরা কোনো হাউকাউ করছি না। কোনো লোভে পা দিচ্ছি না। কিন্তু তোমরা যদি এরকম মব সৃষ্টি করতে থাকো, আমরা কিন্তু গিয়ে যাচাই-বাছাই শুরু করে দেব।
তোমাদের কয়জন কোন জায়গায় যুদ্ধ করেছ, কোন জায়গায় লড়াই করেছ।’
আমজনতার দলের সদস্যসচিব বলেন, আমরা এপিসিতে উঠে পালানোর লোক না। আমরা এপিসির ওপরে দাঁড়াইয়া-দখল করে আন্দোলন করা মানুষ। আমরা যেদিন তোমাদের চেক করা শুরু করব, পালানোর পথ পাবে না। আর একদিন যদি এভাবে সাধারণ মানুষকে কষ্ট দেওয়া হয় শাহবাগে, আমরা কিন্তু মুখোমুখি দাঁড়িয়ে যাব। জুলাই নিয়ে মায়াকান্না করো না। মায়ের চেয়ে মাসির দরদ বেশি না। লড়াই কি আমরা তা দেখিয়েছি এবং আমরা জানি, দেশের মানুষ জানে।
জুলাইকে ব্যবহার করে যারা মব সৃষ্টি করছো, লুটপাট করছো, চাঁদাবাজি করছো, মানুষের বাসায় গিয়ে চাঁদাবাজি করছো, আমাদের এই জুলাইকে যদি কলঙ্কিত করে থাকে কেউ তাহলে তারাই করছে। আমরা তোমাদের প্রতিরোধ করব, যদি এ পথ থেকে সরে না আসো।
এমআর/টিকে