মৃত্যুর মাঝেই প্রেম, রক্তাক্ত কপালে অস্ত্র হাতে দাঁড়িয়ে আছেন এক নারী। চোখে ভয় নয়, বরং প্রতিশোধের প্রতিজ্ঞা। এই চিত্র এখন সারা ভারতের সিনেমাপ্রেমীদের কল্পনায়, কারণ সামনে এসেছে দক্ষিণী সুপারস্টার ম্রুনাল ঠাকুর অভিনীত বহুভাষিক সিনেমা ‘ডাকইত’-এর নতুন পোস্টার।
জন্মদিনের আগেই ভক্তদের জন্য এক ধরনের উপহার হয়ে এসেছে এই পোস্টার। এতে ম্রুনালের চরিত্র জুলিয়েটকে দেখা যাচ্ছে একেবারে অন্যরকম রূপে-দুর্বল নন, বরং একজন যোদ্ধা। তার কপালে রক্ত, হাতে বন্দুক, মুখে দৃঢ়তা। যেন আগুন জ্বলে তার চাহনিতে।
সিনেমাটি পরিচালনা করছেন শানিয়েল দেও। ম্রুনালের বিপরীতে থাকছেন আদিভি শেশ। সিনেমাটিতে প্রেম আছে, কিন্তু তার চেয়েও বেশি আছে প্রতিশোধের আগুন। অ্যাকশন ও আবেগের মিশেলে গড়া গল্পটি হতে চলেছে একেবারে ভিন্নধর্মী। প্রযোজনায় রয়েছেন সুপ্রিয়া ইয়ারলাগাডা ও সুনীল নারাং।
ডাকইত এখন শুটিংয়ের শেষ পর্যায়ে রয়েছে হায়দরাবাদে। আর মুক্তির দিনও ঘোষণা হয়েছে-এই বছরের বড়দিন, ২৫ ডিসেম্বর। অর্থাৎ শীতের উৎসবমুখর পরিবেশে দর্শকরা পেতে চলেছেন এক রোমাঞ্চকর প্রেম ও প্রতিশোধের গল্প।
টিকে/