প্রতি ১০ দিন পরপর ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে আসছে নতুন নাটক। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে উন্মুক্ত করা হয়েছে মুরসালিন শুভর ‘দেরি করে আসবেন’। মুক্তির পরই দর্শক লুফে নিয়েছে নাটকটি। মাত্র ১৬ ঘণ্টায় এটি এক মিলিয়ন ক্লাবে প্রবেশ করে।
গতকাল বিকেল অব্দি নাটকটি দেখা হয়েছে ১৩ লাখবারের বেশি। সেই সঙ্গে মন্তব্যের ঘরে হাজারো ইতিবাচক প্রতিক্রিয়া। ব্যাচেলরদের দেরি করে ঘরে ফেরার বিড়ম্বনা নিয়ে গল্প। তাতে নিজেদের বাস্তবতাও খুঁজে পাচ্ছেন অনেক দর্শক।
নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও সাদিয়া আয়মান। অপূর্ব আগেই বলেছেন, ‘নাটকের নামটা শুনেই আমার কেমন যেন কৌতূহল তৈরি হয়েছিল। গল্পটা প্রথম শুনেই বুঝে যাই, এর প্রতিটা দৃশ্য, প্রতিটা আবেগ খুব বাস্তবভাবে তুলে ধরা হয়েছে।’
অন্যদিকে সাদিয়ার ভাষ্য, ‘খুব যত্ন নিয়ে বানানো একটি নাটক।
যেসব ব্যাচেলর ছেলের বাসার গেট ১১টায় বন্ধ করে দেওয়া হয়, নাটকটি দেখে তাদের মনে হবে, ইশ! আমার জীবনেও যদি একটা কানন (সাদিয়ার চরিত্রের নাম) থাকত!’
পিএ/টিএ