প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও মরক্কো জাতীয় দলের তারকা ফুটবলার আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে বিচার শুরুর আহ্বান জানিয়েছেন ফরাসি প্রসিকিউটররা। শুক্রবার নঁতের প্রসিকিউটর অফিস জানায়, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ঘটে যাওয়া এ ঘটনার অভিযোগ আদালতে পাঠানোর সুপারিশ করা হয়েছে।
প্রসিকিউটর অফিসের বিবৃতিতে বলা হয়, ‘এখন তদন্তকারী বিচারকের দায়িত্ব এটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার।’
২০২৩ সালের মার্চে ২৪ বছর বয়সী এক নারী হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন।
অভিযোগ অনুযায়ী, ওই নারীকে ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি প্যারিসের নিজের বাসায় ডাকেন হাকিমি। তখন হাকিমির স্ত্রী ও সন্তানরা ছুটিতে ছিলেন। ট্যাক্সিভাড়াও নাকি দেন তিনি। নারীটি অভিযোগ করেন, বাসায় গিয়ে হাকিমি তাকে জোরপূর্বক চুম্বন ও যৌন হয়রানির পর ধর্ষণ করেন।
কোনোভাবে সেখান থেকে বেরিয়ে এসে তিনি এক বন্ধুকে খবর দেন। পরে বন্ধু এসে তাকে নিয়ে যান।
যদিও ওই নারী আনুষ্ঠানিক অভিযোগ করতে রাজি হননি, তবু প্রসিকিউটররা তদন্ত শেষে হাকিমির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। তবে হাকিমি অভিযোগ অস্বীকার করেছেন এবং নিজেকে নির্দোষ দাবি করেছেন।
২৬ বছর বয়সী হাকিমি চলতি বছরের মে মাসে ইন্টার মিলানের বিপক্ষে ফাইনালে গোল করে পিএসজিকে তাদের প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা এনে দেন। জাতীয় দলেও তিনি ছিলেন ২০২২ বিশ্বকাপে মরক্কোর ঐতিহাসিক সেমিফাইনালে ওঠার নায়ক।
পিএ/টিএ