বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের অভিনীত জিগরা বক্স অফিসে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। ৮০ কোটি টাকার বাজেটে নির্মিত এ ছবির আয় দাঁড়িয়েছে মাত্র ৫৫ কোটি টাকায়। ছবির এই ভরাডুবি পরিচালক ভাসান বালার ব্যক্তিজীবনেও বড় ধাক্কা হয়ে এসেছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ভাসান বালা খোলাখুলিভাবে জানান, “ঘুম এখনও ভাঙছে না! ফ্ল্যাট কেনার স্বপ্নও আর কাজে লাগছে না।” তিনি কটাক্ষ করে বলেন, বড় বড় সফল পরিচালকরা বিলাসিতায় শুটিং বন্ধ রাখলেও, তাঁদের মতো সাধারণ পরিচালকদের এখনও ভাড়াবাড়িতেই থাকতে হয়।
জিগরা-এর ব্যর্থতার পর এতটাই হতাশ হয়ে পড়েন ভাসান যে, একসময় সিনেমা ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন। তীব্র সমালোচনা ও নিন্দা সহ্য করতে না পেরে তিনি নিজের টুইটার অ্যাকাউন্ট পর্যন্ত মুছে ফেলেন।
অন্যদিকে, দিব্যা খোসলা কুমারের এক পোস্টে আলিয়া ভাটের বিরুদ্ধে বক্স অফিসে ‘সংখ্যার কারচুপি’র অভিযোগ ওঠে, যা নিয়ে সরগরম হয়ে ওঠে বলিউড মহল।
সব মিলিয়ে, আলিয়া ভাটের কেরিয়ারের অন্যতম বড় ব্যর্থতা হয়ে রইল জিগরা, আর ভাসান বালার জন্য এ ছবিটি হয়ে থাকল এক তিক্ত অভিজ্ঞতার কালো অধ্যায়।
কেএন/টিএ