রণবীর কাপুরকে ঘিরে দীর্ঘদিন ধরেই বলিউডে চলছিল একটি স্বপ্নের প্রজেক্টের গুঞ্জন- কিশোর কুমারের জীবনীভিত্তিক ছবি। বহুদিন ধরে এই বায়োপিক নিয়ে পরিকল্পনা করছিলেন পরিচালক অনুরাগ বসু। এমনকি রণবীরের নামও চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনা আর বাস্তবায়িত হয়নি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুরাগ জানালেন, রণবীরকে এক সময় কিশোর কুমারের চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি সেই প্রজেক্টের বদলে বেছে নেন নিখিল তিওয়ারির ‘রামায়ণা’- একটি বিশাল বাজেটের পৌরাণিক প্রজেক্ট।
অনুরাগ বসুর ভাষ্য, ‘রণবীরকে তখন দুটির মধ্যে একটিকে বেছে নিতে হয়েছিল। তিনি ‘রামায়ণা’কেই বেছে নেন।’ জানা গেছে, প্রায় ৪ হাজার কোটি টাকার বাজেটে নির্মিত হতে যাচ্ছে এই প্যান-ইন্ডিয়া প্রজেক্ট, যা মুক্তি পাবে দুই পর্বে। প্রথম পর্ব মুক্তি পাবে ২০২৬ সালের দীপাবলিতে।
‘রামায়ণা’-তে রণবীরের সঙ্গে থাকছেন সাই পল্লবী, ইয়াশ ও সানি দেওল। রাম চরিত্রে রণবীরের লুক ও প্রস্তুতি ইতোমধ্যেই ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। এই চরিত্র তার ক্যারিয়ারের অন্যতম বড় রূপান্তর হিসেবে বিবেচিত হচ্ছে।
তবে এখানেই থেমে নেই রণবীরের ব্যস্ততা। সামনের সময়টাতে একের পর এক আলোচিত প্রজেক্টে দেখা যাবে তাকে। আসছে সঞ্জয় লীলা ভনসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’, যেখানে তার সঙ্গে আছেন আলিয়া ভাট ও ভিকি কৌশল। রয়েছে ‘অ্যানিমেল পার্ক’, ‘ধুম ৪’ ও ‘ব্রহ্মাস্ত্র ২’-এর মতো বহু প্রতীক্ষিত ছবি।
যদিও কিশোর কুমার রূপে রণবীরকে দেখার আশা আপাতত ভেস্তে গেছে, তবে পৌরাণিক রূপে তার আগমন ভক্তদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
কেএন/টিএ