প্রিয়াঙ্কা চোপড়ার একটি ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে ফের চাঞ্চল্য ছড়াল নেটদুনিয়ায়। বলিউডের বাঙময় অভিনেত্রী রেখাকে শ্রদ্ধা জানিয়ে সাহসী এক ছবি পোস্ট করেন প্রিয়াঙ্কা। সেই ছবিতে তাকে দেখা যায় ‘ক্লিওপেট্রা’-প্রেরিত লুকে, চোখে গাঢ় কাজল, পরনে রাজকীয় পোশাক। ক্যাপশনটিই ছিল আলোচনার কেন্দ্রবিন্দু- “বেটার বিচ্ বনাম একটা বেচারি”।
ছবির সঙ্গে যুক্ত ছিল ‘তাল সে তাল’ গানের এক রিমিক্স ভার্সন, যা প্রিয়াঙ্কার শ্রদ্ধা জানানোর ভাষাকে আরও স্পষ্ট করেছে। পুরোনো বলিউডের সাহসী ও নির্ভীক নারীমূর্তির প্রতীক হয়ে উঠেছিলেন যিনি, সেই রেখার চরিত্র ও মনোভাবকেই যেন তুলে ধরেছেন প্রিয়াঙ্কা নিজের স্টাইলিশ রূপান্তরে।
তবে ঘটনা মোড় নেয় অন্যদিকে, যখন অনেকেই ক্যাপশনের ‘বিচারি’ শব্দটি ভুল করে ‘বচ্চন’ পড়ে ফেলেন। এতে মজার মন্তব্যে ভরে ওঠে মন্তব্য ঘর। কেউ কেউ প্রশ্ন তোলেন, প্রিয়াঙ্কা কি ইঙ্গিত করেছেন রেখা ও অমিতাভ বচ্চনের সেই পুরনো সম্পর্কের দিকেই?
যদিও মূল পোস্টে এমন কোনও ইঙ্গিত ছিল না, স্পষ্টতই এটি ছিল একজন নারীর আরেকজন নির্ভীক নারীকে শ্রদ্ধা জানানোর প্রতীকী ভঙ্গি। কিন্তু শব্দের খেলায় বিভ্রান্ত নেটপাড়া বিষয়টিকে রূপ দেয় নতুন এক আলোচনায়। কেউ লিখেছেন, “বিচারি নয়, বচ্চন পড়ে ফেললাম!”, কেউ আবার মজা করে লেখেন, “তাল বেজেছে কিন্তু কোথায় কে জানে না!”
শেষমেশ আলোচনার কেন্দ্রে থেকেও প্রিয়াঙ্কা প্রমাণ করে দিলেন, তিনি ঠিক কাকে সম্মান জানাতে চেয়েছেন- বলিউডের একমাত্র রূপসী, সাহসিনী রেখাকে, যিনি নিজের শর্তে জীবন যাপন করেছেন, ঠিক যেমনটা প্রিয়াঙ্কাও করে থাকেন।
কেএন/টিএ