বাণী কাপুরের অভিনয় জীবনে নতুন অধ্যায় ‘মণ্ডল মার্ডার্স’!
মোজো ডেস্ক 05:47AM, Aug 03, 2025
বাণী কাপুরের অভিনয় জীবনে নতুন অধ্যায় শুরু হয়েছে। ওয়াইআরএফের ওটিটি থ্রিলার ‘মণ্ডল মার্ডার্স’-এ নেটফ্লিক্সে কাজ করে তার পারফরম্যান্সে প্রশংসার ঝড় বয়ে গেছে। এখানে তিনি সিবিআই অফিসার রিয়া থমাসের ভূমিকায় অভিনয় করেছেন, যিনি এক কঠোর ও মানসিকভাবে বিচলিত চরিত্র।
এক বিশেষ সাক্ষাৎকারে বাণী তার বলিউডে শুরুদিনগুলোর সংগ্রামের কথা তুলে ধরেন। তিনি বলেন, “আমি নিজেকে দুই বছর সময় দিয়েছিলাম সফল হওয়ার জন্য,” যা তার আত্মবিশ্বাস ও ধৈর্যের পরিচায়ক। মুম্বাইয়ের কঠিন প্রতিযোগিতায় টিকে থাকার জন্য এই মানসিকতা ছিল তার সবচেয়ে বড় শক্তি।
রোমান্টিক নায়িকার চিত্র থেকে নিজেকে মুক্ত করে বাণী এবার অভিনয় করেছেন একটি গভীর মানসিক আঘাতপ্রাপ্ত চরিত্রে। বড় বড় সংলাপের বদলে তার অভিনয়ে ছিল সূক্ষ্ম ভাব প্রকাশ ও আবেগের গভীরতা। এই সাহসী পেশাগত রূপান্তর শুধু তার বহুমাত্রিক প্রতিভার প্রমাণ নয়, বরং নতুন ধরনের চ্যালেঞ্জিং ও অর্থবহ চরিত্রের দিকে তার যাত্রার সূচনা।