শেষ বলের নাটকীয়তায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়েছে উইন্ডিজ। এই জয়ে সিরিজে সমতায় ফিরল ক্যারিবিয়ানরা।
রোববার (৩ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে ফ্লোরিডার লডারহিল স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি পাকিস্তানের। ২১ রানে তিন উইকেট হারিয়ে বসে দলটি। ব্যাট হাতে ব্যর্থ হন ফকর জামানও। এরপর নাওয়াজকে নিয়ে ৬০ রানের জুটি গড়েন সালমান। কিন্তু ২৩ বলে ৪০ রানের ইনিংস খেলে হোল্ডারের শিকার হন নাওয়াজ।
এরপর ৩৮ রান করা সালমানকে সাজঘরের পথ দেখান গুদাকেশ। শেষ দিকে কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে না পারলে ১৩৩ রান সংগ্রহ করে পাকিস্তান।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় উইন্ডিজ। ২৬ রানে ২ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। ইনিংস লম্বা হয়নি হোপের। নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকলেও সচল থাকে রানের চাকা।
শেষ পর্যন্ত জয়ের জন্য উইন্ডিজের প্রয়োজন ১ বলে ৩ রান। শাহিনের করা ইনিংসের শেষ বলে চার মেরে উইন্ডিজের জয় নিশ্চিত করে হোল্ডার।
উল্লেখ্য, সোমবার একই ভেন্যুতে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে পাকিস্তান-উইন্ডিজ।
পিএ/টিকে