দীর্ঘ সময় পর আবারও পর্দায় আসছে দেব ও শুভশ্রী অভিনীত সিনেমা। নতুন এই সিনেমার নাম ‘ধূমকেতু’। তবে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির আগে স্মৃতিকাতর হয়ে পড়েছেন অভিনেতা দেব।
একটা সময় ওপেন সিক্রেট ছিল দেব-শুভশ্রীর প্রেম। তাদের বিচ্ছেদের পর 'ধূমকেতু' সিনেমা ফ্লোরে আসে। কিন্তু সেই সময় নানা জটিলতায় আর ছবি মুক্তি পায় না। তারপর থেকে আর দেব-শুভশ্রী জুটিকেও কোনও ছবিতে একসঙ্গে দেখা যায় না।
এমন কী তাদের আর কথা বলতেও দেখা যায়নি। অবশেষে দেবের প্রশ্নের উত্তর দিলেন শুভশ্রী? নিশ্চয় ভাবছেন ব্যাপার কী? তবে কি তাদের কথা হলো?
সোমবার (৪ আগস্ট) ‘ধূমকেতু’র গ্র্যান্ড ট্রেলার লঞ্চ। সেদিন সম্ভবত দেব ও শুভশ্রীকে সেই অনুষ্ঠানে একসঙ্গে দেখা যেতে পারে। সেই আশায় বুক বাঁধছেন তাদের অনুরাগীরাও। আর সেই অনুষ্ঠানের দুটি হাতের ব্যান্ডের ছবি দিয়ে দেব ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘রেডি?’
আর তার সেই স্টোরি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে শুভশ্রী উত্তরে লেখেন, ‘রেডি’। এই প্রথমবার শুভশ্রী দেবের উত্তরে এক প্রকার সাড়া দিলেন তা বলাই যায়। আর তাদের এই স্টোরি দেখে অনেকেই মনে করছেন, তাদের একসঙ্গে ছবির প্রচারে এবার দেখা যেতে পারে। তবে তা আদৌও হবে কিনা তার জন্য অপেক্ষা করতে হবে ৪ আগস্টের।
সম্পর্ক ভাঙার মুহূর্তে এ জুটি ২০১৫ সালে সর্বশেষ অভিনয় করছিলেন ‘ধূমকেতু’ সিনেমায়। সিনেমার কাজ ২০১৩ সালে শুরু হয়। দুই বছর সিনেমার শুটিং চলে। কিন্তু শেষে একাধিক কারণে ছবিটি মুক্তির পথে হাঁটতে পারেনি।
অবশেষে দীর্ঘ ৯ বছর পর প্রেক্ষাগৃহে ‘ধূমকেতু’ মুক্তি পাচ্ছে আগামী ১৪ আগস্ট।
এমআর/টিকে