ম্যানচেস্টার ইউনাইটেড প্যারিস সেন্ট-জার্মেইনের ইতালিয়ান তারকা গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মাকে দলে ভেড়াতে আগ্রহী। ইউরোপের সূত্রের বরাত দিয়ে জানা গেছে, এই ট্রান্সফার উইন্ডোতে না হলেও ভবিষ্যতে তাকে আনতে চায় ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি।
২৬ বছর বয়সী দোন্নারুম্মাকে দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে দেখছে ইউনাইটেড। এসি মিলান ও পিএসজির মতো বড় ক্লাবে খেলার অভিজ্ঞতায় চাপ সামলাতে পারদর্শী এই ইতালিয়ান গোলরক্ষক নাকি ইউনাইটেডে যোগদানে আগ্রহীও।
দোন্নারুম্মার বর্তমান চুক্তি ২০২৬ সালে শেষ হবে, তবে এখনো নতুন চুক্তি নিয়ে কোনো সমঝোতা হয়নি। ফলে আগামী এক বছরের মধ্যে তার ক্লাব ছাড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও এই মুহূর্তে চুক্তি সম্পন্ন হওয়া কঠিন, ভবিষ্যতে লোন চুক্তি বা নতুন আলোচনার পথ খোলা রয়েছে।
তাকে দলে টানতে হলে প্রথমে আন্দ্রে ওনানাকে বিদায় করতে হবে ইউনিাইটেডকে।
তবে এখন পর্যন্ত ওনানার প্রতি আগ্রহ দেখা যায়নি কোনো ক্লাব। এছাড়া গোলকিপার পজিশনে জায়গা খালি করাও ইউনাইটেডের জন্য জরুরি, কারণ আলতাই বায়িন্দির এখনো দল ছাড়েননি।
এদিকে বিকল্প হিসেবে সেনে লামেন্সের নামও আলোচনায় আছে। পরিস্থিতি বদলালে দোন্নারুম্মাকে দলে ভেড়ানোর জন্য দ্রুত পদক্ষেপ নিতে প্রস্তুত ইউনাইটেড।
এমআর/টিকে